'রোমাঞ্চকর রোম্যান্স': ক্যামেরা বন্দি কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং টলি তারকা রূপাঞ্জনা মিত্র।
ফ্রেমবন্দি: একটি দৃশ্যে টলি তারকা রূপাঞ্জনা মিত্র।
স্বল্প দৈর্ঘ্যের ছবি, 'The Anniversary'-এর শুটিংয়ে 'ত্রয়ী'... পরিচালক এবং কুশীলবরা।
একান্ত আলাপচারিতায় পরিচালক মৌমিতা চক্রবর্তী এবং কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
শুটিংয়ের ফাঁকে নিজে হাতে চা বানাচ্ছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, 'নজরাদারি'তে খোদ নব্য পরিচালক মৌমিতা।
শুটিংয়ের ফাঁকে পরিচালক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে টলি তারকা রূপাঞ্জনা।
পরিচালক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে নাট্যচিত্র নিয়ে আলোচনায় কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং টলি তারকা রূপাঞ্জনা মিত্র।