PHOTOS

Mouni Roy Wedding Photo: গায়ে হলুদ-মেহেন্দি, শুরু বিয়ের আচার, কীভাবে পাত্রের সঙ্গে পরিচয় হয়েছিল মৌনীর?

Advertisement
1/12
গোয়ায় বিয়ের আসর
গোয়ায় বিয়ের আসর

নিজস্ব প্রতিবেদন: গোয়াতে বসেছে কোচবিহারের মেয়ে বলিউডের জনপ্রিয় নায়িকা মৌনী রায়ের বিয়ের আসর। পাত্র দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ার।

2/12
মেহেন্দি
মেহেন্দি

২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন নায়িকা। তার আগে বুধবার গোয়ায় হয়ে গেল গায়ে হলুদ, মেহেন্দির অনুষ্ঠান

3/12
গায়ে হলুদ
গায়ে হলুদ

গায়ে হলুদে সাদা রঙের পোশাক পরেছিলেন নায়িকা। 

 

4/12
মেহেন্দির সাজে
মেহেন্দির সাজে

মেহেন্দির আসরে তিনি ধরা দিলেন হলুদ রঙের লেহেঙ্গায়।

 

5/12
আমন্ত্রিত
আমন্ত্রিত

ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছে মৌনীর বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করতে শুরু করেছেন তাঁরা, যা ইতিমধ্যেই ভাইরাল।

 

6/12
বন্ধু অর্জুনের সঙ্গে
বন্ধু অর্জুনের সঙ্গে

বন্ধুদের মধ্যে যাঁর সঙ্গে মৌনীর সবচেয়ে বেশি ছবি দেখা যাচ্ছে, তিনি হলেন অর্জুন বিজলানি।

 

7/12
অতিথিদের জন্য শর্ত
অতিথিদের জন্য শর্ত

বিয়েতে আমন্ত্রিত সবাইকে ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট আনতে অনুরোধ করেছেন সুরজ ও মৌনী। 

 

8/12
মেহেন্দি
মেহেন্দি

মৌনী যেমন হাতে তাঁর হবু বর সুরজের নামের মেহেন্দি পরেছেন , তেমনই তাঁর বন্ধুরা মেহেন্দি দিয়ে হাতে লিখেছেন মৌনীর নাম। 

 

9/12
পুল পার্টি
পুল পার্টি

মেহেন্দি সেরেমনির পাশাপাশি চলল পুল পার্টিও। স্বয়ং পাত্রকেই দেখা গেল পুলে।

 

10/12
প্রথম দেখা
প্রথম দেখা

সুরজ ভারতে থাকেন না, তাঁর ও মৌনীর কাজের ক্ষেত্রও আলাদা, তাহলে কীভাবে পরিচয় হল তাঁর ও মৌনীর?

 

11/12
কান্ডারী মন্দিরা
কান্ডারী মন্দিরা

সুরজ ও মৌনীর কমন ফ্রেন্ড হলেন মন্দিরা বেদী। তাঁর বাড়িতেই প্রথম আলাপ হয় তাঁদের। সেখান থেকেই শুরু প্রেম কাহিনি। স্বভাবতই দুই পক্ষ থেকেই বিয়েতে হাজির হয়েছেন মন্দিরা।

 

12/12
আনন্দ আয়োজন
আনন্দ আয়োজন

এদিন মেহেন্দির পর এ.আর,রহমানের গানে নাচতেও দেখা গেল মৌনী ও সুরজকে।





Read More