PHOTOS

Aamir Khan Mystery: অবিশ্বাস্য! আমিরের প্রত্যাখ্যান করা চরিত্রে অভিনয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শাহরুখ-সলমান! ছবির নাম শুনলে চোখ কপালে উঠবে...

Movies Rejected by Aamir Khan: বিনোদন জগতের ইতিহাসটাই অন্য ধাঁচের। কোনও সোজা নিয়মে চলে না তা। সেখানে আশ্চর্য সব উত্থান-পতন। কিন্তু কেউ যদি হাতের লক্ষ্মী পায়ে ঠেলেন, কী ঘটে তখন? জানলে চোখ কপালে উঠবে।

Advertisement
1/7
মিস্টার পারফেকশনিস্ট
মিস্টার পারফেকশনিস্ট

বলিউডে তো কিংবদন্তি ছবি বা কিংবদন্তি চরিত্রের শেষ নেই। প্রতিটির পিছনে সিনেমার মতোই এক-একটি গল্প। আমাদের আলোচ্য গল্প মিস্টার পারফেকশনিস্ট শ্রীমান আমির খানকে নিয়ে।

2/7
ছাড়তে-ছাড়তে এত দূর?
ছাড়তে-ছাড়তে এত দূর?

আমির খান যে একটু 'চুজি', তা সকলেই জানেন। ছবির কাহিনি বা চিত্রনাট্যে সন্তুষ্ট না হলে তিনি তাতে কাজ করেন না। তাঁর এই অ্যাপ্রোচ একটা আলাদা ঘরানাও তৈরি করেছে বলিউডে। এতে যে তিনি বিফল, তা মোটেই নয়। বরং অসংখ্য পালক তাঁর কেরিয়ারের মুকুটে। একেবারে একার কাঁধে ছবি টেনে নিয়ে যান। এবং নিছক বিনোদন নয়, পাশাপাশি মেসেজও থাকে তাঁর ছবিতে। কিন্তু আশ্চর্যের হল, তাঁর ফিরিয়ে দেওয়া ছবিতে অভিনয় করে ইতিহাস তৈরি করেছেন অন্য অভিনেতারা। তাহলে কি আমিরের জাজমেন্টে কিছু ভুল ছিল? সে অবশ্য তর্কযোগ্য বিষয়। আপাতত দেখে নেওয়া যাক, কী কী ছবি।

3/7
হাম আপকে হ্যায় কৌন
হাম আপকে হ্যায় কৌন

ভাবা যায়! এই ছবি ছেড়েছেন আমির? সূরজ বরজাতিয়ার এই ছবির অফার প্রথমে গিয়েছিল আমিরের কাছেই। তিনি অনিচ্ছুক হওয়ায় পরে এই ছবিতে অভিনয় করেন সলমান খান। চরিত্রটি ছিল 'প্রেম'। সলমানের সঙ্গে মাধুরী দীক্ষিতের অন-স্ক্রিন কেমিস্ট্রি ছবিটিকে অন্য স্তরে নিয়ে যায়। ব্লকবাস্টার ছবি এটি। সলমানের কেরিয়ার তুঙ্গে ওঠে।

4/7
ডিডিএলজে
ডিডিএলজে

ডিডিএলজে! 'দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। ইতিহাস তৈরি করা ছবি। রাজ চরিত্রটি করার কথা ছিল আমিরেরই। কিন্তু স্ক্রিপ্ট যথেষ্ট শক্তপোক্ত নয় বলে তিনি এটি রিজেক্ট করেন। ছবিটি করেন শাহরুখ। তারপর ইতিহাস তৈরি হয়। রোমান্সের ক্ষেত্রে একটা মাইলস্টোন হয়ে দাঁড়ায় ছবিটি। আর শাহরুখ হন 'কিং অফ রোমান্স'।

5/7
মহব্বতে
মহব্বতে

রাজ আরিয়ান মলহোত্র। মিউজিক টিচার। বিগ বি-র বিপরীতে এক অন্যরকম চরিত্র। শিডিউল সংক্রান্ত কারণে 'মহব্বতে' ছবির এই চরিত্রটিও ফেরান আমির। অফার যায় শাহরুখের কাছে। ঐতিহ্যের সঙ্গে প্রেমের সংঘাতে মজে যান দর্শকেরা। আর এ ছবির পরে স্টার হিসেবে শাহরুখের গ্রহণযোগ্যতা আরও বাড়ে। 

6/7
বজরঙ্গি ভাইজান
বজরঙ্গি ভাইজান

সিনেবাফ তথা আমির ভক্তেরা হয়তো অবাক হন এটা ভেবে যে, 'বজরঙ্গি ভাইজানে'র মতো ছবি আমির ছাড়েন কী করে? গল্পটির সঙ্গে তিনি রিলেট করতে পারেননি বলে শোনা গিয়েছিল। পরে পবনের চরিত্রে অভিনয় করে প্রায় মিথ হয়ে যান সলমান। 

7/7
দিল তো পাগল হ্যায়
দিল তো পাগল হ্যায়

আর এক হতবাক-করা তথ্য। প্রথম অফার পেয়েও 'দিল তো পাগল হ্যায়' ছবিতে অভিনয় করতে চাননি আমির। মিউজিক্যাল জঁরের এই ছবির রাহুলের চরিত্রটি নাকি পছন্দ হয়নি আমিরের। পরে মাধুরী ও করিশমা কাপুরের সঙ্গে শাহরুখ এই চরিত্রে অভিনয় করে ইতিহাস তৈরি করেন। মিউজিক্যাল ব্লকবাস্টার এই ছবি ভক্তদের মনে চিরকালের জন্য ঠাঁই পেয়ে যায়। এর গান আজও মুখে-মুখে ফেরে।





Read More