PHOTOS

Nusrat Jahan: সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে নুসরত, হাতে পানীয়র গ্লাস, কটাক্ষের মুখে ‘সাংসদ’

Advertisement
1/6
ট্রোলের মুখে নুসরত
ট্রোলের মুখে নুসরত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: থাইল্যান্ডের ফ্রানং কেভ সৈকতে ছুটির মুডে নুসরত। সেখানেই স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী।

 

2/6
ট্রোলের মুখে নুসরত
ট্রোলের মুখে নুসরত

সোশ্যাল মিডিয়ায় কখনও বিকিনি কখনও আবার খোলামেলা বিচ পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন অভিনেত্রী।

 

3/6
ট্রোলের মুখে নুসরত
ট্রোলের মুখে নুসরত

সম্প্রতি শোনা যায় যে, সলমন খানের 'বিগ বস ১৬'-তে যোগ দেবেন নুসরত জাহান। এমন খবরেই ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাংসদ, অভিনেত্রী।

 

4/6
ট্রোলের মুখে নুসরত
ট্রোলের মুখে নুসরত

থাইল্যান্ড থেকে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেছেন তিনি আর সেই থেকেই শুরু বিপত্তি।

 

5/6
ট্রোলের মুখে নুসরত
ট্রোলের মুখে নুসরত

সম্প্রতি অফ শোল্ডার পিচ রঙের একটি টপ পরে ছবি শেয়ার করেছেন নুসরত, হাতে রয়েছে পানীয়র গ্লাস। সেই ছবিতেই ট্রোলের মুখে অভিনেত্রী।

 

6/6
ট্রোলের মুখে নুসরত
ট্রোলের মুখে নুসরত

নুসরতের পোস্ট করা ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেট নাগরিকদের বিস্মিত প্রশ্ন, 'কীভাবে এত রোগা হলেন!'  কেউ আবার সাংসদ হয়ে তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার তাঁকে রাজনীতি ও অভিনয়ের মধ্যে যেকোনও একটা বেছে নেওয়ার আবেদন করেছে। সবমিলিয়ে নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার ‘সাংসদ’ নুসরত জাহান।





Read More