Republic Day 2025: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, দিল্লি জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। এই বছর সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। যা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
রাজীব চৌধুরী: দিল্লি পুলিসের বাড়তি নজর সাদা পাউডারের দিকে। গত বছরের পশ্চিমবিহার এবং রোহিনীর দুটি ব্লাস্টে মিলেছিল সাদা পাউডার। তাই এবার কুচকাওয়াজের কাজে কোনও রকমের সাদা পাউডারের প্রয়োগ নিষিদ্ধ করেছে দিল্লি পুলিস। মোতায়েন করা হয়েছে ফ্লাইং ফরেন্সিক টিম। কোথাও সন্দেহজনক সাদা পাউডার দেখতে পেলেই যাতে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে সেটা পরীক্ষা করতে পারেন।
২৬ জানুয়ারির নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি জুড়ে মোতায়েন ১৫০০০ পুলিস। এবং ৭০ কোম্পানি আধাসেনা। (তথ্য-রাজীব চৌধুরী)
মোট ৬ স্তরীয় নিরাপত্তা বলয় পার হয়ে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন দর্শকরা। (তথ্য-রাজীব চৌধুরী)
দর্শকদের দেওয়া হবে সিকিউরিটি স্টিকার। লালকেল্লা থেকে কর্তব্যপথ পর্যন্ত রাস্তায় বসানো হয়েছ ২০০০ ফেস রেকগনিশন এবং ড্রোন ডিসেবেলের ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা। (তথ্য-রাজীব চৌধুরী)
কর্তৃব্যপথ এবং সংলগ্ন একাধিক রাস্তা আজ বিকেলের পর থেকেই সিল। সিল করা হচ্ছে আশেপাশের ২০০টি হাইরাইজ কমার্শিয়াল বিল্ডিং। হাইরাইজগুলির মাথায় মোতায়েন ১০০০ স্নাইপার। কর্তব্যপথ এবং মধ্য দিল্লির মোট ৪০০০ হাইরাইজ পয়েন্ট চিহ্নিত করেছে দিল্লি পুলিস সেখানেও মোতায়েন থাকবেন নিরাপত্তাকর্মীরা। (তথ্য-রাজীব চৌধুরী)
মেট্রোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা বেষ্টনী। যাত্রীদের আগে থেকেই বলা হয়েছে হাতে কিছুটা সময় নিয়ে মেট্রোয় সফর করতে। কারণ, নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি সময় লাগতে পারে। (তথ্য-রাজীব চৌধুরী)