Lahore Blast: কোনও কোনও সূত্র বলছে একটি ড্রোনকে গুলি করে নামানো হয়ছে। তবে হামলায় আতঙ্ক ছড়িয়েছে শহরে, বেজে উঠছে সাইরেন
পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে ভারতের অপারেশন সিঁদুর-এর বদলা নেওয়া হুমকি দিয়ে চলেছেন পাক প্রধানমন্ত্রী। জবাব দেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর।
এমন পাক মিডিয়া সূত্রে খবর। সূত্রের খবর মোট ৩ জায়গায় বিস্ফোরণ হয়েছে।
জানা যাচ্ছে বিস্ফোরণ হয়েছে গোপালনগরের ওয়ালটন রোড, ওয়ালটন বিমানবন্দর এলাকার নাসিরাবাদে।
পাকিস্তানের সামা টিভির খবর অনুযায়ী, পুলিস একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে।
বিস্ফোরণের পর লাহোর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালকোট বিমানবন্দরও।
#BigNEWS : तीन धमाकों के बाद लाहौर में सड़कों पर उतरी सेना, जनता के बीच जबरदस्त खौफ, चश्मदीद का दावा - मिसाइल अटैक हुआ #LahoreBlast #Pakistan #BigNews #OperationSindoor | #ZeeNews@CHANDANS_LIVE @sidhant pic.twitter.com/L3H4iCys2u
— Zee News (@ZeeNews) May 8, 2025বিস্ফোরণের পর সাইরেন বাজাতে শুরু করে প্রশাসন। সাধারণ মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেয়।