PHOTOS

Lahore Blast: একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর, শহরজুড়ে আতঙ্ক, বন্ধ হল বিমানবন্দর

Lahore Blast: কোনও কোনও সূত্র বলছে একটি ড্রোনকে গুলি করে নামানো হয়ছে। তবে হামলায় আতঙ্ক ছড়িয়েছে শহরে, বেজে উঠছে সাইরেন

Advertisement
1/7
লাহোর বিস্ফোরণ
লাহোর বিস্ফোরণ

পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে ভারতের অপারেশন সিঁদুর-এর বদলা নেওয়া হুমকি দিয়ে চলেছেন পাক প্রধানমন্ত্রী। জবাব দেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর।

2/7
৩ জায়গায় বিস্ফোরণ!
৩ জায়গায় বিস্ফোরণ!

এমন পাক মিডিয়া সূত্রে খবর। সূত্রের খবর মোট ৩ জায়গায় বিস্ফোরণ হয়েছে।

3/7
বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ
বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

জানা যাচ্ছে বিস্ফোরণ হয়েছে গোপালনগরের ওয়ালটন রোড, ওয়ালটন বিমানবন্দর এলাকার নাসিরাবাদে।

4/7
ড্রোন হামলা!
ড্রোন হামলা!

পাকিস্তানের সামা টিভির খবর অনুযায়ী, পুলিস একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে।

5/7
লাহোর বিমানবন্দর বন্ধ
লাহোর বিমানবন্দর বন্ধ

বিস্ফোরণের পর লাহোর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

 

6/7
শিয়ালকোট বিমানবন্দর
শিয়ালকোট বিমানবন্দর

বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালকোট বিমানবন্দরও।

7/7
সাইরেন-আতঙ্ক
সাইরেন-আতঙ্ক

#BigNEWS : तीन धमाकों के बाद लाहौर में सड़कों पर उतरी सेना, जनता के बीच जबरदस्त खौफ, चश्मदीद का दावा - मिसाइल अटैक हुआ #LahoreBlast #Pakistan #BigNews #OperationSindoor | #ZeeNews@CHANDANS_LIVE @sidhant pic.twitter.com/L3H4iCys2u

— Zee News (@ZeeNews) May 8, 2025

বিস্ফোরণের পর সাইরেন বাজাতে শুরু করে প্রশাসন। সাধারণ মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেয়।





Read More