Kakdwip: স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে ওই জিও গাড়িতে একজন যাত্রী পেট্রোল নিয়ে উঠেছিল। পুলিসের অনুমান কোনও কিছু দাহ্য পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল।
নকিবউদ্দনি গাজি: চলন্ত জিও গাড়িতে বিধ্বংসী আগুন আহত একাধিক যাত্রী।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কের আশ্রমর এলাকায়।
স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই জিও গাড়িতে একজন যাত্রী পেট্রোল নিয়ে উঠেছিল। পুলিসের অনুমান কোনও কিছু দাহ্য পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল।
আর তার থেকে এক নিমিষে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় ও দমকলকে।
ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে খবর ওই গাড়িতে থাকা একাধিক যাত্রী অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ভর্তি হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ।