PHOTOS

Mumbai Records Hottest December: ১৬ বছরেই ধ্বংসের পথে মুম্বই! ডিসেম্বরের রেকর্ড গরমে গলছে সবাই...

Recorded maximum temperature: বুধবার ৪ ডিসেম্বর মুম্বইয়ে উষ্ণতম দিনের রেকর্ড। এই ভরা শীতের মরশুমে মুম্বইয়ে এদিন তাপমাত্রা পৌঁছেছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। 

Advertisement
1/5
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোথায় শীত! ঘাম ঝরতে ঝরতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বুধবার ৪ ডিসেম্বর মুম্বইয়ে উষ্ণতম দিনের রেকর্ড। 

2/5
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে

গত ১৬ বছরের মধ্যে আজ রেকর্ড ভাঙা তাপমাত্রা শহরে। এই ভরা শীতের মরশুমে মুম্বইয়ে এদিন তাপমাত্রা পৌঁছেছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। 

3/5
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে

এর আগে ২০০৮ সালে ৫ ডিসেম্বর মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

4/5
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে

বুধবার সকালে মুম্বই এবং মহারাষ্ট্রের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ মুম্বইয়ের কোলাবা আবহাওয়া কেন্দ্র এদিন সর্বনিম্ন তাপমাত্রা জানিয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মুম্বইয়ের পশ্চিমাংশে সান্তাক্রুজ আবহাওয়া কেন্দ্র এদিনের তাপমাত্রা জানিয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

5/5
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে
ডিসেম্বরে রেকর্ড গরম মুম্বইয়ে

আগামী কয়েকদিনে মুম্বইয়ে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 





Read More