Merchant Navy Officer Saurabh Rajput's Murder: ১৪ মার্চ হোলির ভিডিয়োতে, মুসকান এবং সাহিল মুখে রঙ করে ক্যামেরার দিকে হাসতে। ১১ দিন পর, মুসকান রাস্তোগি তার প্রেমিক সাহিল শুক্লা মানালিতে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যেন কিছুই ঘটেনি! স্বামীকে খুন করে, দেহ কেটে সিমেন্টের ড্রামে পচানোর জন্য রেখে দেওয়ার মাত্র ১১ দিন পর, মুসকান রাস্তোগি তার প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে মানালিতে হোলি খেলছিলেন, হাসছিলেন এবং ভিডিয়োর জন্য পোজ দিচ্ছিলেন।
पति की हत्यारी मुस्कान का नशेड़ी प्रेमी साहिल के साथ होली खेलने का वीडियो आया सामने। दोनो ने सौरभ की हत्या करने के बाद शिमला, मनाली और कसोल गए थे। इसके बाद वहीं होली मनाई और मजे किए। मेरठ में की पति स्तंभ की नृशंस हत्या। pic.twitter.com/FajJbbV3jh
— shalu agrawal (@shaluagrawal3) March 21, 2025
১৪ মার্চ হোলির ভিডিয়োতে, মুসকান এবং সাহিল মুখে রঙ করে ক্যামেরার দিকে হাসতে। দোল খাচ্ছে, গাল একে অপরের সঙ্গে চেপে ধরেছে। সাহিল উঁচুতে দাঁড়িয়ে আছেন, তার ডান হাত দিয়ে কিছু খুশির অঙ্গভঙ্গি করছেন।
খুনের পর এই দম্পতি সিমলা এবং মানালি ঘুরে আসে। হিমাচলপ্রদেশ ভ্রমণের আরেকটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে যেখানে মুসকানকে সাহিলকে কেক খাইয়ে "শুভ জন্মদিন" বলে চুমু খাচ্ছে।
২০১৬-য় মুসকান এবং সৌরভের প্রেমের সম্পর্ক হয়। কিছু সময় পরে তার বন্ধু সাহিলের সঙ্গে মুসকানের প্রেম শুরু হয়। সৌরভ ২০২১ সালে এই সম্পর্কের কথা জানতে পারে।
সৌরভ, মুসকান এবং সাহিলকে "আপত্তিকর" অবস্থায় দেখে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন। কিন্তু তার পরিবার কোনওমতে স্ত্রীর সঙ্গে থাকতে রাজি করায়।
কাসোলের হোটেলের ২০৩ নম্বর রুমে ছিল মুসকান ও সাহিল। মানালি থেকে ট্যাক্সি নিয়েই কাসল গিয়েছিল তারা। প্রতিদিন খুব অল্প সময়ের জন্যই ঘরের বাইরে দেখা গেলেও বাকি সময় ঘরের ভিতরেই দু'জন থাকত বলে অভিযোগ।
মানালিতে বেড়াতে গিয়েই সেখানকার ছবি তুলে সৌরভের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে পোস্টও করে মুসকান৷ সৌরভের পরিবার এবং পরিচিতদের বিভ্রান্ত করতেই এই ছক কষে সে৷