PHOTOS

Myanmar-Bangkok Earthquake: বীভৎস ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! এখনই প্রায় ১৭০০ মৃত্যু, আহত প্রায় ৩৫০০...

Myanmar-Bangkok Earthquake Death Toll: মায়ানমার-ব্যাংককের এই ভূমিকম্প সাম্প্রতিক কালের অন্যতম ভয়ংকর ভূমিকম্প। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ও মৃতের সংখ্যা চোখ কপালে তোলার মতো।

Advertisement
1/6
৬৯৪
৬৯৪

মায়ানমার সেনার তরফে শনিবার পর্যন্ত বলা হয়েছিল, তখনও পর্যন্ত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ ভূমিকম্পে। যদিও এক মার্কিন সংস্থার আশঙ্কা ছিল, মৃতের সংখ্যা ১০ হাজারও ছাড়িয়ে যেতে পারে।

2/6
দ্বিগুণ
দ্বিগুণ

কিন্তু আজ, রবিবারই লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা। সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে গেল। সামনে এল আহতের সংখ্যাও। 

3/6
১৬৪৪ জন/ ৩৪০৮
১৬৪৪ জন/ ৩৪০৮

এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১৬৪৪ জন! আহত হয়েছেন প্রায় সাড়ে তিনহাজার মানুষ-- ৩৪০৮ জন! 

4/6
ধ্বংসলীলা
ধ্বংসলীলা

এই ভূমিকম্পে ধসে পড়েছে রাস্তা, ভেঙে পড়েছে বাড়িঘর। বাদ যায়নি সেতু ও প্য়াগোডাও। মায়ানমারের রাজধানীর ধংসস্তূপ দেখলে বোঝা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ কী হতে পারে! দেখা যাচ্ছে ধংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে মানুষজনকে।

5/6
ত্রাণ-সেবা সম্ভব?
ত্রাণ-সেবা সম্ভব?

বহু দেশই মায়ানমারের পাশে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে ভারতও। ত্রাণসামগ্রী ওষুধপত্র ইত্যাদি নিয়ে ভারত চলে গিয়েছে সেদেশে। কিন্তু, সমস্যা হল সে দেশের পরিস্থিতি। রাস্তাঘাট নেই। চারিদিকে ধ্বংসস্তূপ। ত্রাণের কাজ বা সেবার কাজ কী ভাবে সম্ভব এই পরিস্থিতিতে?

6/6
মৃত্যুর মধ্যেই জন্ম
মৃত্যুর মধ্যেই জন্ম

কিন্তু জীবন যে অপরাজেয়, তা বিধ্বস্ত মায়ানমারই যেন নতুন করে মনে করাল। ভূমিকম্পে ভেঙে পড়া দেশটিতে এই ধ্বংসস্তূপের মধ্যেই শিশুর জন্ম দিয়েছেন প্রসূতিরা! শোক কান্না দুঃখের মধ্যেও আশ্চর্য সুন্দর ছবি।





Read More