Naga Chaitanya-Sobhita Dhulipala Marriage: বুধবার সাত পাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। রাত ৮টার শুভলগ্নে শুরু হয়েছে বিয়ে। আগামী ৮ ঘণ্টা ধরে চলবে বিয়ের রীতি। বিয়ের পিঁড়ি থেকেই ভাইরাল বর-কনের ছবি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সাত পাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।
হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে বসেছে বিয়ের আসর।
রাত ৮টার শুভলগ্নে শুরু হয়েছে বিয়ে। আগামী ৮ ঘণ্টা ধরে চলবে বিয়ের রীতি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাগা চৈতন্য ও শোভিতার বিয়ের ছবি।
বিয়েতে সোনালী রঙের শাড়ি পড়েন শোভিতা। সঙ্গে দক্ষিণী স্টাইলের গয়না।
নাগার পরনে দেখা গেল সাদা শেরওয়ানি।
কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল বিয়ের রীতি। অবশেষে বুধবার তাঁরা বসলেন বিয়ের পিঁড়িতে।
বিয়ে করেই নবদম্পতি যেতে পারেন তিরুপতি মন্দিরে।