cough-and-cold infection: গলার স্বর বন্ধ হয়ে যাচ্ছে। অদ্ভুত এই সর্দিকাশি। হালকা জ্বরে কাবু কলকাতাবাসীরা। কী কী লক্ষণ? কী বা করনীয় জেনে নিন একনজরে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে কলকাতাবাসী এক অদ্ভুত রোগে ভুগছেন। ছড়িয়েছে সমস্ত এলাকায়।
গলার এমনই খারাপ অবস্থা, অনেকেরই গলার স্বরও বন্ধ হয়ে যাচ্ছে। এমনই সর্দিতে ভুগছেন অনেকে। যেখানে প্রায় তিন-চার সপ্তাহ পর্যন্ত এই সর্দি-কাশি থাকছে।
কিছু কিছু রোগীর আবার গলার স্বর বন্ধ হয়ে যাচ্ছে যেটা সবচেয়ে ভয়ের।
হালকা জ্বর, কেবল সর্দি-কাশি। ডাক্তারি মতে এটা টাইমের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। জ্বর হালকা থাকবে।
ডাক্তাররা জানাচ্ছেন, অ্যান্টি এলার্জির ওষুধ প্রথম থেকেই খেতে হবে, পাশাপাশি ভাপ নেওয়া কার্যকরী হতে পারে। খুব ভালো হয় সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নিয়ে নেওয়া।
মূলত ইয়ুথরা বেশি এফেক্ট হচ্ছেন। মূলত গলার স্বর বন্ধ হয়ে যাওয়ার কারণেই মানুষ আরও ভয় পাচ্ছেন। যদিও ভয়ের কিছুই নেই কেবল খেয়াল রাখলেই হবে।(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)