PHOTOS

Naihati Local Fire: আচমকাই নৈহাটি লোকালে আগুন, তুমুল হইচই, কী হল যাত্রীদের....

Advertisement
1/5
নৈহাটি লোকাল
নৈহাটি লোকাল

সাতসকালে আগুন লেগে গেলে শিয়ালদহে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে। আগুন লাগে ট্রেনের ওভারহেড তার থেকে। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য ও অয়ন ঘোষাল

 

2/5
শিয়ালদহ
শিয়ালদহ

বুধবার ভোর ৪টা ১০মিনিট নাগাদ ওই আগুন লক্ষ করেন রেলকর্মীরা। ট্রেনের কামরায় সেইসময় যাত্রী ছিলেন না। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য ও অয়ন ঘোষাল

3/5
ভোরবেলায় আগুন
ভোরবেলায় আগুন

এদিন ৫ নং প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল নৈহাটি লোকাল। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য ও অয়ন ঘোষাল

 

4/5
প্যান্টোগ্রাফ থেকে আগুন
প্যান্টোগ্রাফ থেকে আগুন

রেলের তরফে জানানো হয়েছে সকাল ৪ টে ৮ মিনিটে শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি যাওয়ার জন্য তৈরি থাকা আপ নৈহাটি লোকাল এর শহরের দিকে থাকা প্রথম কামরার মাথার ওপর থাকা বৈদ্যুতিক প্যান্টোগ্রাফ যে মুহূর্তে ওভার হেড তার স্পর্শ করে সেই মুহূর্তে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। সঙ্গে সঙ্গে প্যান্টোগ্রাফের সঙ্গে ওভার হেডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য ও অয়ন ঘোষাল

5/5
দেওয়া হল অন্য ট্রেন
দেওয়া হল অন্য ট্রেন

ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। ওই লাইনে বিকল্প একটি ই এম ইউ রেক ৪ টে ১৩ মিনিটে দেওয়া হয়। ৪ টে ১৯ মিনিটে সকালের প্রথম নৈহাটি লোকাল গন্তব্যে রওয়ানা দেয়। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য ও অয়ন ঘোষাল





Read More