PHOTOS

Nail Tells Many Things: আপনার নখ দিতে পারে বহু রোগের আগাম খবর, কীভাবে বুঝবেন

Advertisement
1/6

সৌন্দর্য বৃদ্ধির জন্য নখের পেছনে অনেক টাকা খরচ করেন বহু মানুষ। ম্য়ানিকিওর থেকে থেকে শুরু করে নেল আর্ট-বহু কিছু করে থাকেন মানুষজন। নখদর্পন বলে  একটা কথা রয়েছে। সেটাই আলোচনার বিষয়। নথ থেকেই বলা যায় আপনার স্বাস্থ্যের হাল কেমন।  নখের মধ্যে সাদা দাগ, নেখে নীলচে ভাব বলে দেয় বহুকিছু। বিশেষজ্ঞরা বলছেন নখ থেকে শরীরের পরিস্থিতি ও ত্বকের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছুই জানা যায়। 

2/6

চামচের মতো নখ- আয়রনের অভাব, অ্যানিমিয়া।

3/6

আঙুল থেকে ছেড়ে যাওয়া- ফাঙ্গাল ইনফেকশন।

4/6

নখের উপরে ফোলা-ফুসফুসের রোগ, শ্বাসজনিত সমস্যা।

5/6

নখে সাদা দাগ-জিঙ্কের অভাব, ফাঙ্গাল ইনফেকশন।

6/6
কী কী লক্ষ্য় করবেন
কী কী লক্ষ্য় করবেন

নখের রং, আকার বদল, নখ পাতলা বা মোটা হয়ে যাওয়া। চামড়া থেকে নখ আলাদা হয়ে যাওয়া। নখের চারদিকে রক্তপাত। নখের চারদিকে ব্যাথা।





Read More