PHOTOS

NASA: নাসায় পুরোহিতের চাকরি! কী করতে হবে শুনলে চমকে যাবেন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার গোপন প্ল্য়ান প্রকাশ্যে! 

Advertisement
1/6
গল্প নয় সত্যি!
গল্প নয় সত্যি!

নিজস্ব প্রতিবেদন: অনেক হয়েছে! এলিয়ন রহস্যের সমাধান করতে এবার কোমর বেঁধে নামতে চলেছে নাসা (NASA)। ইতিমধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটিতে না কি শুরু হয়ে গিয়েছে পুরোহিতের খোঁজ। গল্প মনে হলেও, এটাই না কি সত্যি। এখন প্রশ্ন হল, এলিয়ন খুঁজতে পুরোহিত কেন?

2/6
নাসায় রয়েছে ২৪ পুরোহিতের চাকরি
 নাসায় রয়েছে ২৪ পুরোহিতের চাকরি

জানা গিয়েছে, নাসায় রয়েছে ২৪ জন পুরোহিত বা ধর্মতত্ত্ববিদের চাকরি।  

3/6
কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ের ধর্মতত্ত্ববিদ
কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ের ধর্মতত্ত্ববিদ

NASA-র ওই পুরোহিত নিযুক্তিকরণের সঙ্গে যুক্ত রয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ের ধর্মতত্ত্ববিদ Reverend Dr. Andrew Davison। 

4/6
যেকোনও স্থানে কি প্রাণের সঞ্চার ঘটাতে সক্ষম ভগবান?
যেকোনও স্থানে কি প্রাণের সঞ্চার ঘটাতে সক্ষম ভগবান?

Astrobiology and the Christian Doctrine নামে একটি বইও লিখেছেন তিনি। সেই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, জগতের যেকোনও স্থানে কি প্রাণের সঞ্চার ঘটাতে সক্ষম ভগবান?

5/6
এলিয়নদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
এলিয়নদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Dr. Andrew Davison মনে করেন, যেকোনও সময় এলিয়নদের সঙ্গে মানুষের সাক্ষাৎ হতে পারে। সেজন্য ভবিষ্যতের আমাদের প্রস্তুত থাকা দরকার। 

6/6
নাসায় পুরোহিতের কাজটা কী?
নাসায় পুরোহিতের কাজটা কী?

জানা গিয়েছে, ওই ২৪ জন পুরোহিত বা  ধর্মতত্ত্ববিদের থেকে নাসা জানার চেষ্টা করবে, এলিয়ান সম্পর্কে বিভিন্ন ধর্মের ধারনা কী? বিভিন্ন ধর্ম বহির্বিশ্বের প্রাণীদের কীভাবে দেখে? 





Read More