PHOTOS

ICC World Cup 2019: বিশ্বকাপে বিরাট রেকর্ড গড়লেন অজি অলরাউন্ডার কুল্টার নাইল

Advertisement
1/5
1
1

 বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে আট নম্বরে ব্যাট করতে নেমে ৬০ বলে ৯২ রানের ইনিংস খেলেন নাথান কুল্টার নাইল।

 

2/5
2
2

৮টি চার ও ৪টি ছয়ে সাজানো কুল্টার নাইলের ৯২ রানের ইনিংস।

3/5
3
3

বিশ্বকাপের ইতিহাসে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৯২ রান করে রেকর্ড গড়লেন তিনি।

4/5
4
4

এদিন জিম্বাবোয়ের হিথ স্ট্রিককে টপকে রেকর্ড গড়লেন অজি অলরাউন্ডার। এর আগে বিশ্বকাপে আট নম্বরে নেমে সর্বোচ্চ রান অপরাজিত ৭২ করেছিলেন হিথ স্ট্রিক(নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ বিশ্বকাপে)।

5/5
5
5

একদিনের ক্রিকেটে আট নম্বরে নেমে সর্বোচ্চ রান করেছেন ইংল্যান্ডের ক্রিস ওকস(৯৫)। সেই দিক থেকে দু নম্বরে থাকলেন কুল্টার নাইল।





Read More