PHOTOS

১৪ দিনের কোয়ারেন্টিনে জাতীয় ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ!

Advertisement
1/4

১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে গেলেন জাতীয় ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ।

 

2/4

করোনার কোনওরকম লক্ষণ নেই, তবু তাঁকে একপ্রকার বাধ্য হয়েই কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন গোপীচাঁদ।

 

3/4

গোপীচাঁদ জানিয়েছেন, গতকাল তিনি অন্ধ্রপ্রদেশের গুন্টুরে গিয়েছিলেন তাঁর অসুস্থ ঠাকুমাকে দেখতে। সেখান থেকে হায়দরাবাদ ফিরে আসার পরই তেলেঙ্গানার আধিকারিকরা তাঁকে কোয়ারেন্টিনে থাকতে বলেন।

 

4/4

তবে তেলেঙ্গানা সরকারের নির্দেশিকা মেনেই কিন্তু হোম কোয়ারেন্টিনে থাকতে হবে গোপীচাঁদকে।





Read More