PHOTOS

অভিষেকেই ম্যাচের সেরা হলেও আইসিসি-র নিয়ম ভাঙায় শাস্তি পেলেন নভদীপ সাইনি

Advertisement
1/4
1
1

জাতীয় দলের জার্সিতে অভিষেকেই বাজিমাত করেন নভদীপ সাইনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। সঙ্গে ছিল একটি মেডেন ওভার।

2/4
2
2

ফ্লোরিডায় প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে ম্যাচের সেরাও হন সাইনি।

3/4
3
3

অভিষেক ম্যাচে নভদীপ সাইনি নিজের কেরিয়ারের প্রথম ওভারে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণকে আউট করার পর তাঁকে ড্রেসিং রুমের দিকে যাওয়ার ইঙ্গিত করেন। যা আইসিসি-র কোড অব কনডাক্টের ২.৫ ধারা লঙ্ঘন করায় দোষী প্রমাণিত হয়েছেন সাইনি।

4/4
4
4

নভদীপ সাইনি ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করে নেন। তাই তাঁকে আর্থিক জরিমানা করা হয়নি। তবে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে সাইনির নামে।





Read More