Kashmir Terror Attack: সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল বিনয় ও হিমাংশীর, কিন্তু টিকিট না পাওয়ায় তাঁরা যান কাশ্মীরে। আর সেই কাশ্মীরই ডেকে আনল মৃত্যু। মৃত্যুর আগেই স্ত্রীর সামনে শাহরুখ খানের 'আইনিক পোজে' দাঁড়িয়ে রিলও বানিয়েছেন নৌ সেনা অফিসার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। স্ত্রী হিমাংশীর সঙ্গে তিনি কাশ্মীরে গিয়েছিলেন হানিমুনে। জানা যায়, সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল বিনয় ও হিমাংশীর, কিন্তু ভিসা না পাওয়ায় তাঁরা যান কাশ্মীরে।
গত ১৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে বিয়ে হয়েছিল তাঁদের। বিয়ের ৬ দিন যেতে না যেতেই নিজের জীবনসঙ্গীকে হারালেন হিমাংশী।
পহেলগাঁও থেকে ভাইরাল হওয়া হিমাংশীর ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। নৌসেনার অফিসারের প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল মাটিতে। পাশে বসে তাঁর স্ত্রী।
এই ঘটনার পরেই বিনয়ের বাবার সঙ্গে পহেলগাঁওয়ে যান হিমাংশীর বাবা-মা। বুধবার দিল্লিতে নিয়ে আসা হয় নৌসেনার অফিসার নরওয়ালের মরদেহ। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা-সহ অন্যান্যরা।
গত বুধবার কারনালে বিনয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। হিমাংশীর কান্নায় চোখ ভিজেছে গোটা দেশেরই।
স্বামীকে শেষ বিদায় জানানোর সময় আর্তনাদ করতে করতে হিমাংশীকে বলতে শোনা যায়, 'আমি প্রার্থনা করব যে ওর আত্মা যেন চিরশান্তিতে ঘুমায়। ও একটা ভালো জীবন কাটিয়েছে। ওর জন্য আমরা গর্বিত।'
এরই মাঝে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিনয়ের শেষ ভিডিয়ো। ভিডিয়োটি বৈসরনেই তোলা। সেখানে একটি রিল বানিয়েছেন তাঁরা। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, স্ত্রীর সামনে শাহরুখ খানের 'আইনিক পোজে' দাঁড়িয়ে। কিন্তু এই ভিডিয়ো সত্যি নয়।
বৃহস্পতিবার জানা যায়, এই ভিডিয়োটি বিনয় ও হিমাংশীর নয়। এক কনটেন্ট ক্রিয়েটর দাবি করেন ওই ভিডিয়ো তাঁদের। এছাড়াও বিনয়ের বোনও ওই ভিডিয়ো তাঁর দাদা বৌদির নয় বলেই দাবি করে।