PHOTOS

Neel-Trina: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে কাছাকাছি নীল-তৃণা, দোলে রাঙিয়ে দিলেন একে অপরকে...

Advertisement
1/5
নীল-তৃণার দোল
নীল-তৃণার দোল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁদের মনোমালিন্যের খবর।

 

2/5
নীল-তৃণার দোল
নীল-তৃণার দোল

দ্বিতীয় বিবাহবার্ষিকীতে একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে।

 

3/5
নীল-তৃণার দোল
নীল-তৃণার দোল

বিবাহবার্ষিকীতে নীল গিয়েছিলেন ঘুরতে আর তৃণা ব্যস্ত ছিলেন সিরিয়ালের শ্যুটিংয়ে।

 

4/5
নীল-তৃণার দোল
নীল-তৃণার দোল

সেই কাণ্ড দেখেই ফ্যানেদের মনে সন্দেহ জেগেছিল, হয়তো জনপ্রিয় এই দম্পতির সম্পর্কে চিড় ধরেছে।

 

5/5
নীল-তৃণার দোল
নীল-তৃণার দোল

তবে সেই সব গুঞ্জন হাওয়ায় উড়িয়ে রঙের উৎসবে ফের একসঙ্গে ফ্রেমবন্দি হলেন তৃনীল।





Read More