PHOTOS

বহুদিন পর পর্দায় ফিরছেন, শ্যুটিংয়ের জন্য উড়ে যাওয়ার আগে ঋষি কাপুরকে মনে পড়ল নীতুর

Advertisement
1/5

করণ জোহরের প্রযোজনা সংস্থার ছবির হাত ধরে বহু বছর পর পর্দায় ফিরছেন নীতু কাপুর। ছবিতে অনিল কাপুর, কিয়ারা আডাবাণী, বরুণ ধাওয়ানদের সঙ্গে দেখা যাবে নীতুকে।  

2/5

ছবির নাম 'যুগ যুগ জিও'। বৃহস্পতিবার শ্যুটিংয়ের উদ্দেশ্যে চণ্ডীগড় রওনা দিলেন বরুণ, কিয়ারা, অনিল কাপুর ও নীতু কাপুররা। 

3/5

'যুগ যুগ জিও' ছবিটির মাধ্যমে প্রথমবার পরিচালক হিসাবে বলিউডের সিনেমার দুনিয়ায় পা রাখছেন ইউটিউবার প্রযুক্তা কোলি।

4/5

বিয়ের পরই অভিনয় দুনিয়া থেকে সরে গিয়েছিলেন নীতু কাপুর। বহু বছর পর পর্দায় ফেরার জন্য তাঁকে উৎসাহিত করেছেন দুই সন্তান রণবীর ও ঋদ্ধিমা। এমনটাই লিখেছেন নীতু। 

5/5

বহুবছর পর পর্দায় ফিরছেন, এমন দিনে 'কাপুর সাহাব' ঋষি কাপুরকেও মনে পড়েছে নীতুর। লিখেছেন, ''এই ভয়াবহ সময়ে আমার প্রথম উড়ান !! এই যাত্রার জন্য নার্ভাস !! কাপুর সাহাব, আপনি এখানে আমার হাত ধরেন নি, আমি জানি আপনি আমার সঙ্গে আছেন .. # আরএনআর তোমাদের উৎসাহিত করার জন্য ধন্যবাদ .. # জুগজগজিও।"





Read More