PHOTOS

Neha Dhupia faints on Roadies XX sets: শ্যুটিঙে বিপত্তি! রোডিজের সেটে জ্ঞান হারালেন নেহা...

Neha Dhupia in Roadies XX: :বরাবরই রোডিজের জনপ্রিয় বিচারক নেহা ধুপিয়া। সম্প্রতি শ্যুটিঙে ফিরেছেন অভিনেত্রী। এরই মাঝে সেটে বিপত্তি। আচমকাই জ্ঞান হারালেন নেহা। 

Advertisement
1/8
অসুস্থ নেহা?
অসুস্থ নেহা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই সন্তানের জন্মের পর এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। 

 

2/8
অসুস্থ নেহা?
অসুস্থ নেহা?

সম্প্রতি শ্যুটিঙে ফিরেছেন অভিনেত্রী। এরই মাঝে সেটে বিপত্তি।

 

3/8
অসুস্থ নেহা?
অসুস্থ নেহা?

বরাবরই তিনি রোডিজের জনপ্রিয় বিচারক। কিন্তু সেই শ্যুটিংয়ে এসেই ঘটে গেল দুর্ঘটনা। 

 

4/8
অসুস্থ নেহা?
অসুস্থ নেহা?

রোডিজের নতুন সিজনের শ্যুটিং শুরু হয়েছে। সেখানেই শ্যুটিং শেষে আমকাই অজ্ঞান হয়ে যান নেহা। 

 

5/8
অসুস্থ নেহা?
অসুস্থ নেহা?

সম্প্রতি রোডিজের প্রোমোতে দেখা যায় যে জ্ঞান হারিয়েছেন নেহা। যদিও হাল ছাড়েননি তিনি। নেহা জানিয়েছেন তিনি ফিট। 

 

6/8
অসুস্থ নেহা?
অসুস্থ নেহা?

নেহা জানান যে 'একটা শারীরিক অসুবিধা হচ্ছে। তবে এখন ঠিক আছি।'

 

7/8
অসুস্থ নেহা?
অসুস্থ নেহা?

রোডিজ সম্পর্কে বলেন, 'এই শো সব সময় নিজের গণ্ডি অতিক্রম করার কথা বলে। এই শো আমাকে যে কোনও কঠিন পরিস্থিতি উতরে দেওয়ার শক্তি জোগায়। কোনও বাধাই আমাকে থামাতে পারবে না।’

 

8/8
অসুস্থ নেহা?
অসুস্থ নেহা?

তবে বর্তমানে তিনি ভালো আছেন বলেই জানান নেহা। 





Read More