Abhishek Bose-Surabhi Mallick Wedding: টেলিপাড়ায় একের পর এক বিয়ের খবর। শ্রুতি স্বর্ণেন্দুর পর এবার বিয়ের পিঁড়িতে অভিষেক ও সুরভী। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় হাতেখড়ি হয় অভিষেকের। এরপর নেতাজি ধারাবাহিকে সুভাষচন্দ্র বোসের চরিত্রে নজর কাড়েন তিনি। কবে বিয়ে করছেন অভিনেতা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু।
‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পার্শ্বচরিত্রের মাধ্যমে ছোট পর্দায় হাতেখড়ি হয় অভিষেকের।
এরপর নেতাজি ধারাবাহিকে সুভাষচন্দ্র বোসের চরিত্রে ও এরপর ‘গঙ্গারাম’ চরিত্রে নজর কাড়েন তিনি।
এক সময়ে ছোটপর্দার এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। বিগত দেড় বছর অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি সুরভীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিষেক এবং সুরভী।
অভিনেতা এক সংবাদমাধ্যমে জানান যে তাঁদের ইচ্ছে, এই বছরের শেষে কিংবা আগামী বছরে শুরুতেই বিয়ে করবেন।
অভিনেতা জানান যে শীতকালেই বিয়ে করার পরিকল্পনা তাঁর, তবে এখনও বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।
বর্তমানে ‘ফুলকি’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু।