PHOTOS

Kajol: প্রশ্ন শুনেই রেগে লাল, সাংবাদিকের উপর চোটপাট, কাজলকে 'আগামীর জয়া বচ্চন' তকমা নেটপাড়ার...

Kajol: কখনও দুর্গাপুজো কখনও বা ছবির প্রচার, বারবার মেজাজ হারাচ্ছেন কাজল। শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাদের কথা শোনাতেও পিছপা হচ্ছেন না কাজল। এবার তাঁর সঙ্গে জয়া বচ্চনের মিল খুঁজে পেল নেটপাড়া। 

 

Advertisement
1/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাপারাজ্জি থেকে শুরু করে সাংবাদিক, ক্যামেরা দেখলেই যেন রেগে যান জয়া বচ্চন, আর সঙ্গে দুর্ব্যবহার। 

 

2/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

এই কারণেই বারংবার নেটপাড়ায় ক্ষোভের মুখে পড়েন জয়া বচ্চন। তাঁর ব্যবহারের জন্য তিনি সমালোচনার শিকার হন প্রায়ই। সেই একই রকম ব্যবহার বারবার করছেন কাজল। 

 

3/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল দুর্গাপুজোর একটি ভিডিয়ো। যেখানে এক ফটোগ্রাফারকে কড়া ভাষায় বকাঝকা করছেন অভিনেত্রী। 

 

4/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

এবার দুর্গাপুজো কাটতেই নয়া ছবি নিয়ে হাজির কাজল। সোমবার তাঁর আগামী ছবি দো পাত্তির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন অভিনেত্রী। সেখানেও মেজাজ হারালেন তিনি। 

 

5/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

এই ছবির গল্প ঘুরছে প্রেমে প্রত্যাঘাত ও মিথ্যেকে কেন্দ্র করে। সোমবার সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে কাজল কী কখনও প্রেমে ঠকেছেন ,যা তাঁকে ভেঙে দিয়েছিল?

 

6/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

প্রশ্ন শুনেই চটে লাল অভিনেত্রী। রেগে গিয়ে সাংবাদিককে বলেন, 'নির্বোধের মতো কথা বলো না। আমি কোনও ব্যক্তিগত কথা শেয়ার করব না।'

 

7/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

বারংবার কাজলের রেগে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় অনেকেই সেই ভিডিয়োর কমেন্টে লিখছেন যে সোশ্যাল মিডিয়ার আগামী জয়া বচ্চন হলেন কাজল। 

 

8/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

কারণ দুর্গাপুজোর বেশ কিছু ভিডিয়োতে দেখা যায় যে কাজলকে খুবই ভালোবাসেন জয়া বচ্চন। একসঙ্গে তাঁরা সিনেমাও করেছেন। 

 

9/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

কাজলের সঙ্গে দেখা হলেই তাঁকে জড়িয়ে ধরে গালে স্নেহের চুম্বন দেন জয়া। বোঝাই যাচ্ছে, তাঁদের সম্পর্ক খুবই ভালো। 

 

10/10
কাজল কাহিনী
কাজল কাহিনী

এবার দুর্ব্যবহারেও জয়া বচ্চনের সঙ্গে কাজলের মিল খুঁজছে নেটপাড়া। 





Read More