PHOTOS

Ayodhya Shocker: ফুলসজ্জা শেষে সকালে ঘর থেকে বেরোল না বর-কনে, জানালা ভাঙতেই চোখ আটকাল ভেতরের ভয়ংকর দৃশ্যে

Advertisement
1/5
ফুলসজ্জার রাতে
ফুলসজ্জার রাতে

ফুলসজ্জার রাতেই মর্মান্তিক ঘটনা। ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার হল বর-কনের দেহ। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তোলপাড় অযোধ্যার সাহদতগঞ্জের মুরাভান টোলা।

2/5
বর-কনের মৃত্যু
বর-কনের মৃত্যু

২৪ বছরের বর প্রদীপের দেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পাশাপাশি কনে শিবাণীর মৃতদেহ পাওয়া যায় বিছানার উপরে।

3/5
ফুলজ্জার পরদিন
ফুলজ্জার পরদিন

গত ৭ মার্চ বিয়ে হয়েছিল প্রদীপ ও শিবাণীর। বিয়ে করে বরযাত্রী মুরাভান টোলায় ফেরে ৮ মার্চ। পরদিন অর্থাত্ সোমবার বাড়িতে কনেযাত্রীদের আসার কথা। কিন্তু রবিবার সকালেই বরের বাড়ির সকলে দেখলেন বরকনে অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। সন্দেহ হয় বাড়ির লোকজনের।

4/5
সন্দেহ হল বাড়ির লোকজনের
সন্দেহ হল বাড়ির লোকজনের

সন্দেহ হওয়ায় বাড়ির লোকজন বরের ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া আসেনি। তখনই বাড়ির লোকজন জানালা ভেঙে ফেলেন। আর তাদের চোখ আটকে যায় ঘরের ভেতরের দৃশ্য়ে। দেখা যায় সিলিংয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে প্রদীপ। বিছানায় পড়ে রয়েছে শিবানীর নিথর দেহ।

5/5
ঘটনাস্থলে পুলিস
ঘটনাস্থলে পুলিস

ঘটনার খবর পেয়েই ছুটে যায় পুলিস। এসে হাজির হন সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। পুলিস মৃতদেহদুটি তুলে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।





Read More