BGT 2024-25 | Nitish Kumar Reddy: কিন্তু বাহুবলির মতন একদিক থেকে দলের দায়িত্ব সামলালেন নীতীশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ান বোলারদের ভয়ংকর বাউন্সার, ইয়র্কার সামলে ভারতের নৌকো ডোবার হাত থেকে বাঁচালেন।
নিঃশ্বাস আটকে দর্শকদের আসনে বসে রয়েছেন বাবা মুত্যালা রেড্ডি। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার সুবিশাল ৪৭৪ রানের সামনে তৃতীয় দিনের শুরুতেই ধুকতে শুরু করেছিল ভারত। কিন্তু বাহুবলির মতন একদিক থেকে দলের দায়িত্ব সামলালেন নীতীশ কুমার রেড্ডি।
দুর্দান্ত ছন্দে রয়েছেন নীতীশ। টেস্টে প্রথমবার হাফ সেঞ্চুরি। তারপর রুদ্ধশ্বাস সেঞ্চুরি। আর সেই মুহূর্তের সাক্ষী থাকল মেলবোর্ন সহ তাঁর বাবা।
১৭৬ বলে ১০৫ রান করে নট আউট থাকলেন নীতীশ। ১০টা চার, ১টা ছয়। ৫৯.৬৫ করে স্ট্রাইকরেট।
অস্ট্রেলিয়ান বোলারদের ভয়ংকর বাউন্সার, ইয়র্কার সামলে ভারতের নৌকো ডোবার হাত থেকে বাঁচালেন।
১১৬ রানে বর্তমানে ভারত পিছিয়ে। মোহম্মদ সিরাজ শেষ আশা। বৃষ্টির কারণে পিছিয়ে গেল তৃতীয় দিনের খেলা।