PHOTOS

Cooking Gas: রান্নার গ্যাসে এবার দারুণ সুবিধা! চড়া দামে আর কিনতে হবে না সিলিন্ডার...

Cooking Gas: সম্প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৫০ টাকা করে। 

Advertisement
1/5
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...

প্রদ্যুৎ দাস: রান্নার গ্যাসে এবার দারুণ সুবিধা। উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়িতে প্রথম চালু হল এই সুবিধে।

2/5
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...

পাইপ‌ লাইনের মাধ্যমে এবার ঘরে ঘরে ‌পৌঁছে গেল রান্নার‌ গ্যাস। পাইপলাইন বসানোর পাশাপাশি প্রতিটি বাড়িতেই গ্যাসের‌ মিটার বক্সও বসানোর হয়েছে। 

3/5
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...

প্রাথমিকভাবে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের সাহেব বাড়ি এলাকায় এই পরিষেবা চালু হয়েছে। পাইপলাইনের‌ মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাওয়া গ্যাসের ‌মাধ্যমেই এখন‌ রান্না হচ্ছে সাহেব বাড়ি এলাকার সব পরিবারে। 

4/5
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...

হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টা-ই ‌পাওয়া‌ যাবে‌ এই গ্যাস‌ পরিষেবা। এর‌ আগে কলকাতার কয়েকটি জায়গায় এই পাইপলাইনের‌ মাধ্যমে গ্যাস‌ পরিষেবা চালু হয়েছে। 

5/5
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...
রান্নার গ্যাসে দারুণ সুবিধা...

তবে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়িতে এই পরিষেবা প্রথম চালু‌ হল। শহরের পাশাপাশি গ্রামের মানুষও এখন পাইপ‌ লাইনের মাধ্যমে ঘরে ঘরে ‌রান্নার‌ গ্যাস ব্যবহার করতে পারবেন।





Read More