PHOTOS

প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের হোমওয়ার্ক দেওয়া যাবে না, স্কুল পড়ুয়াদের ব্যাগের ওজন নিয়ন্ত্রণে কেন্দ্র

Advertisement
1/8
1
1

#  স্কুল পড়ুয়াদের ব্যাগের ভার নিয়ন্ত্রণে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্কুলে বিভিন্ন ক্লাসের পাঠ্যবিষয় ও ব্যাগের ওজন নিয়ে গাইডলাইন দেওয়া হয়েছে।

2/8
2
2

# বার বার সতর্ক করেও কাজ হয়নি। তাই এবার সরাসরি নির্দেশিকা। কেন্দ্রীয় মানব সম্পদ বিকাশ মন্ত্রকের ১-৪/২০১৮-আইএস-৩ নম্বর নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না।

 

3/8
3
3

# এনসিইআরটি-র নির্দেশ অনুসারে ক্লাস ওয়ান ও টু তে কেবলমাত্র ভাষা এবং অঙ্ক পড়াতে পারবে স্কুলগুলি।

4/8
4
4

#  তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির পাঠ্য বিষয় হিসেবে থাকবে ভাষা, পরিবেশ বিজ্ঞান এবং অঙ্ক।

5/8
5
5

# ক্লাস ওয়ান ও টু-এর পড়ুয়াদের ব্যাগের ওজন হবে দেড় কেজির কম।

6/8
6
6

# ক্লাস থ্রি থেকে ফাইভের পড়ুয়াদের ব্যাগের ওজন হতে হবে ২ থেকে ৩ কিলোগ্রামের মধ্যে।

7/8
7
7

# ক্লাস সিক্স থেকে এইটের পড়ুয়াদের ব্যাগের ওজন সাড়ে ৪ কেজি।

8/8
8
8

# কেন্দ্রীয় নির্দেশে বলা হয়েছে ক্লাস নাইন ও টেনের পড়ুয়াদের ব্যাগের ওজন থাকবে ৫ কিলোগ্রামের মধ্যে।





Read More