Vande Bharat news: IRCTC-তে মিল বুকিংয়ের ক্ষেত্রে এমন পপ-আপ মেসেজই দেখাচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্দে ভারতের ব্রেকফাস্টে আর মিলবে না কোনও আমিষ পদ!
তবে সব বন্দে ভারত নয়, নির্দিষ্ট একটি রুটের ক্ষেত্রে ব্রেকফাস্টে নন-ভেজ বন্ধ!
শুধু লাঞ্চ ও ডিনারে পাওয়া যাবে নন-ভেজ।! IRCTC-তে মিল বুকিংয়ের ক্ষেত্রে এমন পপ-আপ মেসেজই দেখাচ্ছে।
চেন্নাই রুটের নাগেরকোলি, মাইসুরু, বেঙ্গালুরু ও তিরুনেলভেলি সব বন্দে ভারতের ক্ষেত্রে এই অভিযোগ যাত্রীদের।