গতবার নোরার নাচের প্রশংসার পাশাপাশি ভারতীয় তেরঙার অবমাননার অভিযোগও উঠেছিল বিখ্যাত এই শিল্পীর বিরুদ্ধে।
ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। কিন্তু সেখানেই শেষ নয়। এরপরে আবারও ফিফা বিশ্বকাপে দর্শকদের মুগ্ধ করলেন তিনি। নোরা এবারও তার পারফরম্যান্স দিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দিলেন।
বলিউডের নোরা ফাতেহি ফিফা বিশ্বকাপ ২০২২-এ পারফর্ম করেছেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে একজোড়া স্নিকার্স উপহার দিয়েছেন। এটা নোরা ফাতেহি সহ সমস্ত ভারতীয়দের জন্য গর্বের বিষয়। অনেককেই নোরার প্রশংসা করতে দেখা গিয়েছে।
নোরা ফাইনল খেলার আগে পারফরম্যান্সে একটি সুন্দর কালো পোশাক পরেন। বারবার বিশ্বকাপে পারফর্ম করার সুযোগ পেয়েছেন তিনি। এবার ফিফা বিশ্বকাপে দীপিকা পাড়ুকোন, মৌনি রায়, মানুশি চিল্লার, শাহরুখ খান সহ অনেক বড় সেলিব্রেটিকে দেখা গিয়েছে।
শাহরুখ খান ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের শেষ ম্যাচের আগের অনুষ্ঠানে পাঠানের প্রচার করেন। অন্যদিকে নোরা ফাতেহির পারফরম্যান্স মানুষ উপভোগ করেছে। পাশাপাশি দীপিকা পাড়ুকোনও ইকার ক্যাসিয়াসের সঙ্গে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছিন।
গতবার নোরার নাচের প্রশংসার পাশাপাশি ভারতীয় তেরঙার অবমাননার অভিযোগও উঠেছিল বিখ্যাত এই শিল্পীর বিরুদ্ধে। সেই সময় নোরা ফাতেহি তেরঙা উলটো করে ধরেন। পাশপাশি নোরাকে স্কার্ফের মতো করে তিরঙা পরতেও দেখা যায়।