PHOTOS

Bollywood: কাজ করতেন বারে, এখন ৫ মিনিটের ক্যামিওতে এই অভিনেত্রীর পারিশ্রমিক ২ কোটি...

Nora Fatehi: বিগত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন নোরা ফতেহি। বলিউডের ডান্সারদের প্রথম সারির তালিকায় রয়েছেন তিনি। ২০১৪ সালে টাইগার অফ সুন্দরবন ছবিতে ডেবিউ করেন নোরা। বলিউডে ১০ বছর কাটিয়ে ফেললেন মরক্কোর এই অভিনেত্রী। 

 

Advertisement
1/10

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের প্রথম সারির ডান্সার নোরা ফতেহি, এই নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। 

 

 

2/10

তবে বলিউডে সাফল্যের এই জার্নিটা সহজ ছিল না নোরার। 

 

3/10

কানাডায় বসবাসকারী মরক্কোর মেয়ে নোরা যখন বলিউডে কাজ খুঁজছিলেন, তখন এক কাস্টিং ডিরেক্টর তাঁকে দেশে ফেরত চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। 

 

4/10

২০১৪ সালে টাইগার অফ সুন্দরবন ছবিতে ডেবিউ করেন নোরা।

 

5/10

এক সাক্ষাত্কারে নোরা জানান যে হিন্দি না জানার জন্য বলিউডে কম অপমান সহ্য করতে হয়নি তাঁকে। 

 

6/10

নোরা বলেন যে তিনি দীর্ঘদিন ঘরে নিজেকে আটকে রেখেছেন। হিন্দি শিখতে পড়েছেন, সিনেমা দেখেছেন। 

 

7/10

নোরা জানান, তাঁর কাছে অডিশন ভয়ের হয়ে উঠেছিল কারণ তাঁর মুখে উপরেই সবাই তাঁকে নিয়ে হাসাহাসি করত। অনেকেই তাঁকে প্রশ্ন করে, 'কেন এসেছ এখানে?'

 

8/10

অভিনয়ে আসার আগে একটি হুক্কা বারে কাজ করতেন নোরা। 

 

9/10

তবে সেই সব এখন অতীত। ছবি হোক বা মিউজিক ভিডিয়ো এখন নোরার চাহিদা তুঙ্গে। 

 

10/10

যে নোরা একসময় কাজ পেতেন না তিনিই এখন কোনও ছবিতে ৫ মিনিটের ক্যামিও করতে পারিশ্রমিক পান ২ কোটি। 





Read More