PHOTOS

করোনার পর এবার নোরো! নতুন ভাইরাসের উত্পাতে ফের মহামারীর আশঙ্কা চিনে

Advertisement
1/5

করোনার আতঙ্ক এখনও শেষ হয়নি। এরই মধ্যে নতুন ভাইরাসের উত্পাত শুরু হয়েছে চিনে। দিনে দিনে যেন ভাইরাসের আঁতুরঘর হয়ে উঠছে চিন। সব মারণ ভাইরাসের উত্সই চিন!

2/5

নোরোভাইরাস। এবার নতুন এই ভাইরাসের উত্পাত শুরু হয়েছ চিনে। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর প্রতিবেদনে এই ভাইরাসের প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

3/5

চিনের দক্ষিণ-পশ্চিম অংশে শিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি স্কুলে ৫০টি বাচ্চা এই ভাইরাসের আক্রান্ত হয়েছে বলে খবর। এমনকী চিনের শানজি ও লায়নিং প্রদেশের একাধিক স্কুলের বাচ্চারাও এই ভাইরাসে আক্রান্ত বলে জানা যাচ্ছে। 

4/5

বাচ্চাদের বমি হচ্ছে। সেইসঙ্গে ডায়েরিয়ার লক্ষ্ণণ দেখা দিয়েছে তাদের শরীরে। এই ভাইরাস করোনার মতোই দ্রুত ছড়াচ্ছে বলে চিন্তিত চিনের প্রশাসন। 

 

5/5

নোরোভাইরাসে আক্রান্ত হতে পারে যে কোনও বয়সের মানুষ। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে চিনের প্রশাসন এখনও নোরোভাইরাসের সংক্রমণ নিয়ে বিবৃতি দিতে রাজি নয়। ঠিক যেমনটা তারা করেছিল করোনা সংক্রমণের সময়।





Read More