Nostradamus and Baba Vanga's 2025 Predictions: নস্ট্রাদামুস বহুকাল ধরেই তার বিভিন্ন পূর্বাভাসের জন্য় বিখ্যাত। সাম্প্রতিক কালে অবশ্য তাঁকে ছাপিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা। এই দুই বিখ্যাত প্রফেট-দার্শনিক-মিস্টিকের ভবিষ্যদ্বাণীর গুঁতোয় নাজেহাল আধুনিক পৃথিবী। দুজনেই ২০২৫ সাল নিয়ে ভয়ংকর কথা বলেছেন। এর কোনটি সত্য হবে?
দুই বিখ্যাত প্রফেট-দার্শনিক-মিস্টিকের ভবিষ্যদ্বাণীর গুঁতোয় নাজেহাল আধুনিক পৃথিবী। দুজনেই এই ২০২৫ সাল নিয়ে ভয়ংকর সব কথা বলে গিয়েছেন। এর মধ্যে একটি-দুটি সত্য হল বলে! বাবা ভাঙ্গা ২০২৫ সালকে ফুল অফ ট্র্যাজেডি বলেছেন।
অন্ধ মিস্টিক বাবা ভাঙ্গা তাঁর শতক নিয়ে নানা পূর্বাভাস করেছেন, করেছেন পরের শতক নিয়েও। ওদিকে নস্ট্রাদামুস প্রায় ৪০০ বছর আগে থেকেই পরের কয়েকশো বছররের বিভিন্ন রকম পূর্বাভাস করেছেন।
নস্ট্রাদামুস নেপোলিয়ন বোনাপার্টের উত্থান এবং প্রথম বিশ্বযুদ্ধ বিষয়েও আশ্চর্য পূর্বাভাস করেছিলেন। এদিকে বাবা ভাঙ্গা হুবহু মিলিয়ে দিয়েছিলেন ৯/১১ ও প্রিন্সেস ডায়ানার মৃত্যু-ঘটনা।
৫০০ বছর আগেই নস্ট্রাদামুস ইংল্যান্ড এক ভয়ংকর যুদ্ধের কবলে পড়বে বলে গিয়েছিলেন। একটা বড় আকারের মহামারীও আসতে চলে চলেছে, বলে গিয়েছেন।
বুলগেরিয়ার বাবা ভাঙ্গা, যাঁর প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া প্যানডেভা গুসট্রিভ, সেই কবে দাবি করেছিলেন, রাশিয়া বিশ্বে এক মহাশক্তিধর দেশ হিসেবে উঠে আসবে। রাশিয়া ও ইউক্রেনের সংঘাত নিয়েও কথা বলে গিয়েছেন বাবা ভাঙ্গা।
এর মধ্যে নস্ট্রাদামুস দাবি করেছিলেন, এই ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশ ইংল্যান্ড ও ইউরোপের অন্য অন্য দেশগুলির যুদ্ধের জেরে ধ্বংস হয়ে যাবে!
তবে, এই ২০২৫ সালের সবচেয়ে ভয়ংকর পূর্বাভাস সম্ভবত স্পেস থেকে ফায়ারবল নেমে আসার কথাটি। মহাশূন্য় থেকে নেমে আসবে ভয়ংকর আগুনের গোলা। পৃথিবী কি পুড়ে ছারখার হবে?