UP man eloped his fiancée's mother: হবু জামাইয়ের এহেন কীর্তি এটাই প্রথম নয়! এর আগেও ওই যুবক...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের ১০ দিন আগেই হবু শাশুড়িকে নিয়ে চম্পট হবু জামাইয়ের। দিন দুয়েক আগেই সামনে আসে যোগীরাজ্য উত্তরপ্রদেশের এই ঘটনা। এবার সেই ঘটনার তদন্তের সূত্র ধরে সামনে এল আরও চাঞ্চল্যকর ঘটনা।
জানা গেল, করিৎকর্মা হবু জামাই রাহুলের এহেন কীর্তি এটাই প্রথম নয়! এর আগেই এই একই কাণ্ড ঘটিয়েছে সে। পুলিসি তদন্তে উঠে এসেছে, বছর খানেক আগে আলিগড়ের ওই একই গ্রামের একই মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে তাঁকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল রাহুল।
২ মাস পর ফিরে আসেন সেই মহিলা। কিন্তু সেই মহিলার পরিবার রাহুলের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করায়, সেই সময় সেই ঘটনার আরও কোনও তদন্ত হয়নি। প্রসঙ্গত, এবার আলিগড়ের মাদ্রাক গ্রামের শিবানীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রাহুলের।
কিন্তু মেয়ের বিয়ের মাত্র ১০ দিন আগেই হবু জামাই রাহুলের সঙ্গে চম্পট দেন হবু শাশুড়ি! মানে শিবানীর মা। নগদ সাড়ে ৩ লাখ ও ৫ লাখ টাকা মূল্যেরও বেশি গয়না নিয়ে চম্পট দিয়েছেন মা অনীতা।
১০ টাকাও বাড়িতে রেখে যাননি অনীতা! মায়ের এহেন কীর্তি তাজ্জব মেয়ে শিবানী জানিয়েছেন, গত ৩-৪ মাস ধরেই মা ঘণ্টার পর ঘণ্টা রাহুলের সঙ্গে কথা বলতেন। কিন্তু বিষয়টা যে এত গুরুতর বাড়ির কেউ-ই তা ঘুণাক্ষণের আঁচ করতে পারেননি।