Malbazar: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকার কায়েতপাড়া সংলগ্ন কৃষিজমিতে ওইসব ঝাঁক ঝাঁক ঘুঘু মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা
কৃষি জমিতে রহস্যজনকভাবে মৃত অসংখ্য ঘুঘু পাখি। আতঙ্ক মেটেলির কায়েতপাড়ায়। -তথ্য-অরূপ বসাক
চাষের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে একের পর এক মৃত ঘুঘু। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকার কায়েতপাড়া সংলগ্ন কৃষিজমিতে ওইসব ঝাঁক ঝাঁক ঘুঘু মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় মানুষজন। -তথ্য-অরূপ বসাক
এদিন চালসার পরিবেশপ্রেমী ও বন দপ্তরের কর্মীরা ওই জমি থেকে প্রায় ৩০টি ঘুঘু পাখির মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় পরিবেশকর্মী সুমন দে জানান, জমিতে সম্প্রতি ধান বোনা হয়েছে এবং সম্ভবত ওই জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়েছিল। পাখিগুলি জমিতে খাবারের সন্ধানে নেমে বিষক্রিয়ায় মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। -তথ্য-অরূপ বসাক
সুমন দে বলেন, "এই মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আজ পাখি মরছে, কাল বন্যপ্রাণী বা মানুষও ক্ষতির মুখে পড়তে পারে। জমিতে যেসব ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ হচ্ছে তা বন্ধ হওয়া জরুরি।" -তথ্য-অরূপ বসাক
ঘটনার খবর পেয়ে বন দপ্তর এলাকা পরিদর্শনে আসে ও বিষক্রিয়া সংক্রান্ত নমুনা সংগ্রহ করে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। -তথ্য-অরূপ বসাক