Arambagh Incident: সোমবার সকাল থেকে অসুস্থর সংখ্যা বেড়ে যায়।এরপর আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পূর্ব কেশবপুর মসজিদ তলা এলাকায় মেডিকেল ক্যাম্প পাঠানো হয়
ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ জন শিশু ও মহিলা। অসুস্থ দের অনেককেই আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবার অনেককে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। ঘটনায় গোটা এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। -তথ্য-দিব্যেন্দু সরকার
সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুর এলাকায়। রবিবার বিকালে ওই এলাকায় বেশ কিছু ফুচকা ব্যবসায়ী ফুচকা বিক্রি করতে ওই এলাকায় যান । -তথ্য-দিব্যেন্দু সরকার
সেই সময় ওই এলাকার একাধিক বাচ্চা ও মহিলা ওই ফুচকা খায়। এরপর থেকেই এলাকার ওই শিশু ও মহিলাদের বমি ও পায়খানা শুরু হয়। -তথ্য-দিব্যেন্দু সরকার
সোমবার সকাল থেকে অসুস্থর সংখ্যা বেড়ে যায়।এরপর আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পূর্ব কেশবপুর মসজিদ তলা এলাকায় মেডিকেল ক্যাম্প পাঠানো হয়। -তথ্য-দিব্যেন্দু সরকার
পাশাপাশি বেশ কিছুজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।অসুস্থ দের চিকিৎসা চলছে। -তথ্য-দিব্যেন্দু সরকার
স্থানীয় মিনহাজ আহমেদ বলেন, পূর্ব কেশবপুরে এক ফুচকাওয়াল ফুচকা বিক্রি করেছে। সেই ফুচকা খেয়ে ৩০-৩৫ জন অসুস্থ হয়ে পড়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ক্যাম্প চলছে। সবার ট্রিটমেন্ট চলছে। -তথ্য-দিব্যেন্দু সরকার