জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলি সেলিব্রেশনে মেতেছে গোটা দেশ, বাদ নেই তারকারাও। তবে এবছরের দীপাবলি একটু অন্যরকমভাবে সেলিব্রেট করলেন যশ ও নুসরত।
সোমবার দীপাবলির সকালে যশ ও নুসরত হাজির দক্ষিণ কলিকাতা সেবাশ্রমে।
নেতাজি সুভাষ চন্দ্র বসু তৈরি করেছিলেন এই অনাথ আশ্রম। আশ্রয়হীন ছেলেদের জন্যই তৈরি এই আশ্রম ঘুরে দেখলেন দুই তারকা।
দীপাবলির মরসুম, তাই সবার জন্য উপহার নিয়ে গিয়েছিলেন যশ-নুসরত।
শুধু উপহারই নয়, আশ্রমের আবাসিকদের সঙ্গে কথাও বলেন তাঁরা।
সোমবার সকালে বেশ অনেকক্ষনই তাঁরা সময় কাটান আবাসিকদের সঙ্গে
উপহারের তালিকায় ছেলেদের জন্য ছিল কুকিজ, বিস্কুট, সফট ড্রিঙ্কস, চকলেট আর ছিল প্রদীপ ও আতসবাজি।