PHOTOS

Nusrat-Yash: কাশ্মীরে যশরত, ছুটির মুডে নাকি ছবির শুটিংয়ে!

Advertisement
1/7
ছুটি ছুটি
ছুটি ছুটি

নিজস্ব প্রতিবেদন: ছেলের জন্মের এক সপ্তাহের মধ্যেই কাজে ফিরেছেন মা নুসরত জাহান। এমনকি একসঙ্গে পার্টি করতেও দেখা গেছে নুসরত জাহান ও তাঁর সন্তানের বাবা যশ দাশগুপ্তকে। তবে এবার আর শহরে নয়, একসঙ্গে পাড়ি দিলেন ভিন রাজ্যে। 

2/7
মজার মুডে
মজার মুডে

ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকা শেয়ার করেছেন বিমানবন্দরে তাঁদের ছবি। সেখানে চোখে পড়ছে, ঘুরতে যাওয়ার জন্য কতটা খুশি নায়িকা। 

3/7
এয়ারপোর্ট লুক
এয়ারপোর্ট লুক

বিমানবন্দরে একেবারে স্পোর্টি লুকে ধরা দিলেন নায়িকা। 

4/7
কাশ্মীরের পথে
কাশ্মীরের পথে

কাশ্মীর পাড়ি দিলেন যশ ও নুসরত। নুসরতের জন্য এটা শুধুমাত্র ছুটি হলেও যশের জন্য কিন্তু ভ্যাকেশন নয়। 

5/7
শুটিংয়ের জন্য
শুটিংয়ের জন্য

আসলে চিনেবাদামের পরের শিডিউলে শুট হবে কাশ্মীরে। সেই উদ্দেশ্যেই কাশ্মীরে পাড়ি দিলেন যশ। 

6/7
চিনেবাদাম
চিনেবাদাম

এনা সাহা প্রযোজিত ছবি চিনেবাদামে একসঙ্গে দেখা যাবে যশ দাশগুপ্ত ও এনা সাহাকে। ইতিমধ্যেই কলকাতায় শেষ হয়েছে প্রথম পর্বের শুটিং। 

7/7
পরিচালকের চোখে
পরিচালকের চোখে

ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক আগেই পৌঁছে গিয়েছেন কাশ্মীরে। প্রায় সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ছবি শেয়ার করছেন তিনি। 





Read More