PHOTOS

Nusrat: 'বাচ্চাকে ফেলে ঘুরে বেড়াচ্ছেন?' যশের সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়ে ট্রোলড নুসরত

Advertisement
1/7
বরফস্নাত নায়িকা
বরফস্নাত নায়িকা

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন নায়িকা নুসরত জাহান। বুধবার কাশ্মীরে বরফ বৃষ্টির মাঝেই একটি ছবি পোস্ট করেন নায়িকা। ছবির ক্যাপশনে জানিয়েছেন তাঁর ছবিটি তুলেছেন যশ দাশগুপ্ত। 

2/7
ট্রোলড নুসরত
ট্রোলড নুসরত

ছবি আপলোড করার সঙ্গে সঙ্গেই বিপাকে পড়েছেন নায়িকা। নেটিজেনরা কমেন্ট বক্সে প্রশ্ন তুলেছেন 'ছেলে কোথায়?' মা হিসাবে নুসরতের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

3/7
নিজেকে ভালোবেসে...
নিজেকে ভালোবেসে...

এর আগেও নানা বিষয়ে বারবার ট্রোলের মুখে পড়েছেন নায়িকা। কিন্তু সেসবে কান না দিয়ে জীবনটা নিজের শর্তেই বাঁচতে ভালোবাসেন নুসরত। 

4/7
ফটোগ্রাফার নুসরত
ফটোগ্রাফার নুসরত

তবে শুধু নিজের ছবি তোলাই নয়, যশের ফটোগ্রাফারও হয়ে উঠেছেন তিনি। সেইসব ছবি বেশ প্রশংসাও কুড়িয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

5/7
ক্যামেরাবন্দি যশ
ক্যামেরাবন্দি যশ

নুসরতের ক্যামেরায় যশের একের পর এক ছবি পছন্দ করেছে নেটিজেনরা। 

6/7
পরিচালকের সঙ্গে
পরিচালকের সঙ্গে

নুসরত ছুটি মুডে থাকলেও যশ দাশগুপ্ত কাশ্মীরে গিয়েছেন ছবির শুটিংয়ে। 

7/7
চিনেবাদামের শুটিংয়ে
চিনেবাদামের শুটিংয়ে

শিলাদিত্য মৌলিকের আগামী ছবি চিনেবাদামে দেখা যাবে যশ দাশগুপ্তকে। তাঁর বিপরীতে রয়েছেন এনা সাহা। সেই ছবিরই শুটিং চলছে কাশ্মীরে। 





Read More