Nusrat Jahan | Yash Dasgupta: ধুমধাম করে নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরত জাহান। আচমকাই একদিন সেই বিয়ে ভেঙে চুপিসারেই যশ দাশগুপ্তের সঙ্গে বিয়ে করেন নুসরত জাহান। কোলে আসে সন্তান ঈশান। এরপর গুছিয়ে সংসার করছিলেন তাঁরা। ফের ছন্দপতন। শোনা যাচ্ছে, তৃতীয় ব্যক্তির আগমনে এবার ভাঙছে যশরতের সংসার!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে, ডিভোর্স, প্রেম, সঙ্গী, সন্তান নিয়ে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন নুসরত জাহান (Nussrat Jahan)। যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে চুটিয়ে সংসার করছিলেন নায়িকা। আচমকাই ছন্দপতন।
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্ক নাকি অন্যদিকে মোড় নিয়েছে। তাহলে কী বিচ্ছেদের (Nusrat Yash Divorce) পথে হাঁটছেন তারকা জুটি?
সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি কথা না বললেও একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন তাঁরা। সেখান থেকেই হাওয়ায় ছড়াচ্ছে বিচ্ছেদের খবর।
শোনা যাচ্ছে, নুসরতকে ভুলে প্রাক্তন প্রেমিকার দিকে ঝুঁকেছেন যশ। সম্প্রতি বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন যশ।
থাইল্যান্ডে জাননি নুসরত, উল্টে তিনি তাঁর ছেলে ঈশানকে নিয়ে ওই একই সময়ে চলে গেলেন দার্জিলিং। সেখান থেকেই সন্দেহ আরও তীব্র হয়।
তবে এই বিচ্ছেদ কিন্তু সাম্প্রতিক নয়, কাক-পক্ষীও টের পায়নি যে গত ডিসেম্বর থেকে এক বাড়িতে থাকছেন না তাঁরা।
এরই মাঝে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের ছবি 'আড়ি'। সেই ছবির প্রচারে একসঙ্গেই ক্যামেরাবন্দি হয়েছেন দুই তারকা।
দূরত্ব বাড়লেও ছবির প্রচারে তার ছায়াও পড়তে দেননি দুই তারকা। তবে শুধু নাকি ওই কাজটুকুই, থাকছেন আলাদা।
বিয়ের পর নুসরতের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই একসঙ্গে থাকতেন যশ। সেই বাড়ি ছেড়ে তিনি নাকি এখন ফিরে গিয়েছেন পুরনো আবাসনে।
যশের সেই পুরনো আবাসনে থাকে যশের প্রথম পক্ষের তথা বড় ছেলে। ছেলের সঙ্গেই থাকছেন তিনি।
কিছুদিন আগে এই প্রসঙ্গে অবশ্য যশ জানিয়েছিলেন সবটাই রটনা। কিন্তু তাদের ঘনিষ্ঠসূত্র বলছে, কোনও কিছুই রটনা নয়। কিন্তু কেন এই বিচ্ছেদ?
শোনা যাচ্ছে, যশ মুম্বইয়ে থাকাকালীন নায়কের পেছনে নাকি স্পাই লাগিয়েছিলেন নুসরত। সেখান থেকেই সব সন্দেহের শুরু। শোনা যাচ্ছে, ফের প্রাক্তন প্রেমিকার কাছাকাছি এসেছেন যশ।
নুসরত জানতে পেরেছেন যে নুসরতকে না জানিয়েই নাকি যশের বাড়িতে আসেন নায়কের প্রাক্তন প্রেমিকা। এমনকী যশের বড় ছেলের সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক। যশের অবর্তমানে নাকি সেই প্রাক্তন প্রেমিকাই ছেলের দেখভাল করেন।
এদিকে সেই প্রাক্তন প্রেমিকার বাড়িতে আসা বন্ধ করতে হবে সহ নায়িকা নাকি বেশ কিছু শর্ত দিয়েছেন যশকে। এই সময়ে ওই প্রাক্তনকে ছেলের থেকে আলাদা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যশ।