PHOTOS

Nusrat Jahan: প্রথমবার প্রকাশ্যে নুসরতপুত্র ঈশান, আলোর উৎসবে সামিল যশরত

Advertisement
1/6
শুভ দীপাবলি
শুভ দীপাবলি

নিজস্ব প্রতিবেদন: আলোর উৎসবে সামিল টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরত জাহান। দীপাবলি উপলক্ষ্যে সারা ঘর জুড়ে প্রদীপ জ্বেলেছেন নায়িকা। 

2/6
সাবেকি সাজে
সাবেকি সাজে

তবে শুধু ঘর সাজানোই নয়, নিজেও সাবেকি সাজে সেজেছেন নুসরত। 

3/6
দীপাবলির সাজে
দীপাবলির সাজে

বেগুনী রঙের জারদৌসি শাড়িতে সেজেছেন নুসরত, সঙ্গে বেছে নিয়েছেন হালকা গহনা।

4/6
যশরত
যশরত

তবে নায়িকা একা নন, তাঁর সঙ্গে আলোর উৎসব দীপাবলি উদযাপনে সামিল হয়েছেন যশ দাশগুপ্ত। নুসরতের সঙ্গে কালার ম্যাচ করেই বেগুনী রঙের শেরওয়ানি পরেছেন অভিনেতা। 

5/6
সঙ্গে ঈশান
সঙ্গে ঈশান

তবে নুসরতের ফ্যানেদের জন্য এই দীপাবলির উপহার ঈশানের প্রথম ছবি। এই প্রথমবার ছেলের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা। যদিও এই ছবিতে ঈশানের মুখ দেখা যায়নি। শুধু বোঝা যাচ্ছে মায়ের সঙ্গে কালার ম্যাচ করেই বেগুনী রঙের পাঞ্জাবী পরেছে একরত্তি। 

6/6
দুই ভাই
দুই ভাই

এরপরেই প্রকাশ্যে আসে একটি ছবি যেখানে প্রথমবার মুখ দেখা যায় ঈশানের। তবে মায়ের কোলে নয়, যশ দাশগুপ্তের ছেলের কোলে দেখা যায় ছোট্ট ঈশানকে। ছবির ক্যাপশনে লেখা ভাইয়ের ভালোবাসা।





Read More