PHOTOS

Nusrat-Yash: ঘুরতে নয়, তাহলে কেন যশের সঙ্গে কাশ্মীর গিয়েছিলেন নুসরত?

Advertisement
1/6
কাশ্মীরে যশরত
কাশ্মীরে যশরত

নিজস্ব প্রতিবেদন: সন্তানকে ছেড়ে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে ট্রোলের সম্মুখীন হতে হয়েছে নুসরত জাহানকে। কিন্তু শুধু কি ঘুরতে গিয়েছিলেন নায়িকা। সূত্রের খবর ঘুরতে নয়, শুটিং করতেই কাশ্মীরে গিয়েছিলেন নুসরত। 

2/6
ফের বড়পর্দায় যশরত
ফের বড়পর্দায় যশরত

খুব শীঘ্রই বড়পর্দায় ফিরছেন তিনি। জয় কালী কলকাত্তাওয়ালি ছবির শুটিংও করছেন নুসরত। তবে একটা ছবি নয়, নায়িকার হাতে রয়েছে একাধিক ছবি। এসওএস কলকাতার পর ফের বড়পর্দায় যশের সঙ্গে জুটি বাঁধছেন নুসরত। 

 

3/6
চিনেবাদাম
চিনেবাদাম

এনা সাহার প্রযোজনায় 'চিনেবাদাম' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন যশ ও এনা। সেই ছবির শুটিংয়েই কাশ্মীর গিয়েছিলেন যশ। সঙ্গে গিয়েছিলেন নুসরতও। 

4/6
কান্ডারী এনা
কান্ডারী এনা

এবার এনা সাহার প্রযোজনাতেই পর্দায় ফিরছে যশরত জুটি। 

5/6
গানের শুটিং
গানের শুটিং

শুধুমাত্র যশের সঙ্গে ঘুরতেই কাশ্মীর যাননি নুসরত, কাশ্মীরেই তাঁদের আগামী ছবির তিনটি গান শুট করেছেন যশরত। 

6/6
পরিচালক শিলাদিত্য!
পরিচালক শিলাদিত্য!

শোনা যাচ্ছে যশরতকে পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। 





Read More