PHOTOS

CDS Bipin Rawat-র মৃত্যুতে শোকবার্তা নয়, অন্তর্বাসে ছবি পোস্ট নুসরতের, ট্রোলড সাংসদ

Advertisement
1/6
বিতর্কে নুসরত
বিতর্কে নুসরত

নিজস্ব প্রতিবেদন: বিতর্ক পিছু ছাড়েনা নুসরত জাহানের (Nusrat Jahan)। ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই বিতর্কের মুখে পড়েন তিনি। বুধবার নিজের দুটি পুরনো ছবি পোস্ট করেন নুসরত। স্পোর্টস ব্রা পরে ইন্টারনেটে ঝড় তুলেছেন নায়িকা। 

 

2/6
শোকবার্তার বদলে বোল্ড ছবি!
শোকবার্তার বদলে বোল্ড ছবি!

যদিও ছবিগুলো পুরনো তাও সেই ছবি পোস্ট করেই ট্রোলের মুখে পড়েছেন নুসরত। বুধবারই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রথম CDS বিপিন রাওয়াত। তাঁর মৃত্যুতে শোকস্বব্ধ গোটা দেশ। এই শোকের দিনে একজন সাংসদ হয়ে কী করে নিজের বোল্ড ছবি শেয়ার করেন একজন সাংসদ, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

 

3/6
কটাক্ষের মুখে
কটাক্ষের মুখে

কেউ লিখেছেন, 'CDS-এর মৃত্যুতে এভাবে ট্রিবিউট জানালেন সাংসদ!', কেউ লিখেছেন,'আপনার লজ্জা করে না?',অন্য আরেক নেটিজেন লিখেছেন,'দেশ দুখী, সময় ভালো নয়, নিজের পদের মর্যাদা রাখুন'। সবমিলিয়ে সাংসদ নুসরতের উপর রেগে যান নেটিজেনরা। 

 

4/6
প্রথম নয়
প্রথম নয়

তবে এটা প্রথমবার নয়, এর আগেও লকডাউনের সময় নাচের ভিডিও পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন বসিরহাটের সাংসদ। 

 

5/6
পাশে ফ্যানেরা
পাশে ফ্যানেরা

তবে ট্রোলের পাশাপাশি নুসরতের হয়ে সাফাইও দিয়েচেন তাঁর অনুরাগীরা। 

 

6/6
পুরনো ছবি
পুরনো ছবি

নুসরতের ফ্যানেরা অনেকেই লিখেছেন যে, এই ছবিগুলো পুরনো। তাই এই নিয়ে তাঁকে কথা শোনানোর কোনও অর্থ হয় না। যদিও এই বিষয়ে মুখ খোলেননি নুসরত। 





Read More