PHOTOS

দেখতে দেখতে পার একটি বছর, বিয়ের জন্মদিনে নুসরত-নিখিল

Advertisement
1/5

১৯ জুন প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন নুসরত জাহান ও নিখিল জৈন। 

2/5

বিবাহ বার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরত-নিখিল। নুসরত লিখেছেন, তুমিই আমার বর্তমান এবং ভবিষ্যত। আমি সব সময়েই তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসবো, কারণ প্রকৃত প্রেমের গল্পগুলো কখনও শেষ হয় না! শুভ বিবাহবার্ষিকী, আমার ভালবাসা"।

3/5

নিখিল জৈন লেখেন, "তোমার হাসি আমাকে উজ্জীবিত করে তোলে। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। তোমার হাসি যেন আমার কাছে সারা বিশ্ব!" 

4/5

নিখিল জৈন লেখেন, "এই এক বছরে এত কিছু ঘটেছে যে এই সময়টাকেও খুব কম মনে হচ্ছে। সারা জীবন একসঙ্গে কাটাতে চাই, নানা ঘটনার অপেক্ষায় থাকতে চাই তোমার জন্যে, তোমার সঙ্গে, তোমার মতো করে! শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা!" 

5/5

এদিন নুসরত-নিখিলের প্রথম বিবাহ বার্ষিকীতে তাঁদের শুভেচ্ছা জানান অনেকেই।





Read More