PHOTOS

Nusrat Jahan: দেখতে হুবহু যশের মতো! মাতৃদিবসে প্রথমবার ছেলে ঈশানকে সামনে আনলেন নুসরত...

Nusrat Jahan| Yishaan: নুসরত জাহানের সন্তানকে নিয়ে কম জলঘোলা হয়নি। সন্তানের বাবা কে, তা নিয়ে যখন প্রশ্ন তুঙ্গে তখনই সামনে আসে নুসরতের ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেট আর সেখানেই দেখা যায় ঈশানের বাবা যশ দাশগুপ্ত। এর মাঝে কেটে গেছে বেশ অনেক বছর। ছেলেকে ক্যামেরার সামনে আনেননি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। এবার মাতৃদিবসে ছেলেকে ক্যামেরার সামনে আনলেন অভিনেত্রী। 

Advertisement
1/6
ঈশানের প্রথম ছবি
ঈশানের প্রথম ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ছেলে ঈশানকে প্রকাশ্যে আনলেন নুসরত জাহান। মাতৃদিবসে ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। 

2/6
ঈশানের প্রথম ছবি
ঈশানের প্রথম ছবি

বছর আড়াইয়ের ঈশানকে যে হুবহু বাবা যশের মতো দেখতে, সেই ব্যাপারে একমত সকলেরই। 

3/6
ঈশানের সঙ্গে নুসরত
ঈশানের সঙ্গে নুসরত

এর আগে ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেও তার মুখ দেখাননি অভিনেত্রী, তবে এবার একেবারেই ঈশানকে প্রকাশ্যে আনলেন নুসরত। 

4/6
ঈশানের সঙ্গে নুসরত
ঈশানের সঙ্গে নুসরত

ঈশানের বাবা কে, তা নিয়ে যখন প্রশ্ন তুঙ্গে তখনই সামনে আসে নুসরতের ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেট আর সেখানেই দেখা যায় ঈশানের বাবা যশ দাশগুপ্ত। 

5/6
মায়ের সঙ্গে নুসরত
মায়ের সঙ্গে নুসরত

তবে শুধু  ছেলে নয়, মায়ের সঙ্গেও ছবি পোস্ট করেছেন নায়িকা। 

6/6
মাতৃ দিবস
মাতৃ দিবস

মা ও ছেলেকে নিয়েই মাদার্স ডে সেলিব্রেট করলেন অভিনেত্রী। 





Read More