PHOTOS

Nusrat Jahan: 'যে তোমার জীবনে সঠিক ব্যক্তি সে কখনও তোমায় ভালবাসাহীন হতে দেবে না', কার উদ্দেশে বলছেন নুসরত?

Advertisement
1/6
নুসরতের বার্তা
নুসরতের বার্তা

নিজস্ব প্রতিবেদন: যশ ও নুসরতের প্রেমকাহিনী নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সব পেরিয়ে তাঁরা আজ সুখী দম্পতি। চুটিয়ে সংসার করছেন ঈশানের বাবা-মা। 

 

2/6
নুসরতের বার্তা
নুসরতের বার্তা

ছেলের জন্মের পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছেন নুসরত। 

 

3/6
নুসরতের বার্তা
নুসরতের বার্তা

সম্প্রতি যশের সঙ্গেই একটি শুটে ব্যাংকক গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সমুদ্র সৈকতে বিকিনিতে ঝড় তোলেন নায়িকা। 

 

4/6
নুসরতের বার্তা
নুসরতের বার্তা

মঙ্গলবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্ড পোস্ট করেছেন নুসরত। সেখানে ভালোবাসা নিয়ে কিছু কথা শেয়ার করেছেন নায়িকা। 

 

5/6
নুসরতের বার্তা
নুসরতের বার্তা

ভালবাসার মানুষের বা কাছের মানুষের উদ্দেশেই কিছু কথা শেয়ার করেছেন নুসরত। কারণ সেখানে লেখা রয়েছে, যাঁরা তোমার জীবনে সঠিক ব্যক্তি তাঁরা চাইবে তুমি উন্নতি করো। তাঁদের উপস্থিতিতে তুমি নিরাপদ অনুভব করবে। তাঁরা তোমায় শান্তি দেবে। তাঁরা কখনোই তোমাকে ভালোবাসাহীন হতে দেবে না। 

 

6/6
নুসরতের বার্তা
নুসরতের বার্তা

কার থেকে ভালোবেসে পাচ্ছেন না আক্ষেপ নায়িকার। সে কথা অবশ্য খোলসা করেননি নুসরত। 





Read More