PHOTOS

Nusrat Jahan: 'নিখোঁজ' নন, বৃহস্পতিবার বসিরহাটে নুসরত, সাংসদের দাবি 'আমাকে বদনাম করার চেষ্টা'

Advertisement
1/6
বসিরহাটে নুসরত
বসিরহাটে নুসরত

বিমল বসু: কিছুদিন আগেই তাঁর নামে নিরুদ্দেশ ঘোষণার পোস্টার পড়েছিল গোটা বসিরহাট জুড়ে। বৃহস্পতিবার সকালে বসিরহাটে হাজির হয়েই সেই বিতর্কেই মুখ খুললেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। 

 

2/6
বসিরহাটে নুসরত
বসিরহাটে নুসরত

সেখানে বসিরহাট কলেজের সংস্কার ও উন্নয়নের কাজ চলছে। সেখানে পৌঁছে সংস্কারের কাজের তদারকি করতে দেখা যায় অভিনেত্রীকে। বসিরহাট ইছামতী নদীর ধারে রবীন্দ্র সৈকতে কচিকাচাদের সঙ্গে ছবি তোলেন নুসরত।

 

3/6
বসিরহাটে নুসরত
বসিরহাটে নুসরত

বিষয়টি নিয়ে বৈঠকও করেছেন কলেজ কতৃর্পক্ষের সঙ্গে। এছাড়াও নিজের কেন্দ্রের বেশ কিছু জায়গা ঘুরে দেখেন অভিনেত্রী। 

 

4/6
বসিরহাটে নুসরত
বসিরহাটে নুসরত

বসিরহাট কলেজ এর গভর্নর গভর্নিং বডির মিটিংয়ে এসে বিতর্কিত বসিরহাটের সাংসদ নুসরাত জাহান রুহি নিখোঁজ পোস্টার প্রসঙ্গে মুখ খুললেন বসিরহাটের অভিনেত্রী সাংসদ। 

 

5/6
বসিরহাটে নুসরত
বসিরহাটে নুসরত

বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র ও বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন সাংসদ নুসরত। 

 

6/6
বসিরহাটে নুসরত
বসিরহাটে নুসরত

 বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'বসিরহাটের মানুষের যখন প্রয়োজন তখনই বসিরহাটের মানুষ আমাকে পেয়েছে । বসিরহাটের মানুষের পাশে আমি আছি, ছিলাম এবং থাকবো। করোনা কালেও আমি এসেছি। আমফান ঝড়ের সময়ও কিন্তু আমি এখানে পৌঁছেছি। পোস্টারের বিষয়টি টোটালি ফেক। কেউ কেউ ফেক পোস্টার মেরে আমার ছবি ব্যবহার করে আমার বদনাম করার চেষ্টা করছে। তাতে আমার কিছু যায় আসে না।' 





Read More