PHOTOS

Nusrat Jahan : সৈকতে নীল বিকিনি, শরীরে আদর উষ্ণ বালির! নুসরতে মজে মিমি-শ্রাবন্তী...

Advertisement
1/6
থাইল্যান্ডে নুসরত
থাইল্যান্ডে নুসরত

বেশকিছুদিন হল থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। সঙ্গী স্বামী যশ দাশগুপ্ত। সেখান থেকেই নানান ছবি শেয়ার করছেন নুসরত। ফের একবার থাইল্যান্ডের সৈকতে তোলা ছবিতে ঝড় তুললেন নুসরত জাহান। 

2/6
নুসরত যেন আরও উষ্ণ
নুসরত যেন আরও উষ্ণ

তাঁকে ছুয়ে গিয়েছে পড়ন্ত সূর্যালোক, সৈকতের বালি মেখে নুসরত যেন আরও উষ্ণ। ছবির ক্যাপশানে লেখা 'সূর্য এবং বালি'। 

3/6
ফি ফি আইল্যান্ডে নুসরত
ফি ফি আইল্যান্ডে নুসরত

ফি ফি আইল্যান্ড থেকে এই ছবিগুলি পোস্ট করেছেন নায়িকা। তাঁর বোল্ড ছবিতে ক্রমশ চড়ছে নেটদুনিয়ার পারদ। 

4/6
পানীয়র গ্লাসে চুমুক
পানীয়র গ্লাসে চুমুক

পরনে ছিল নীল রঙের একটি বিকিনি টপ, থাই স্লিট স্কার্ট, চোখে চশমা। সৈকতের সামনে রেস্তোরাঁয় বসে পানীয়র গ্লাসে চুমুক দিয়েছেন নায়িকা। 

5/6
মৎস্যকন্যা নুসরত
মৎস্যকন্যা নুসরত

নুসরতের এই ছবির নিচে নেট নাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নুসরতকে 'হট' তকমা দিয়েছেন শ্রাবন্তী, মিমি লিখেছেন 'আগুন'।

6/6
কটাক্ষের মুখে যশ-নুসরত
কটাক্ষের মুখে যশ-নুসরত

এদিকে দু'দিন আগেই থাইল্যান্ড থেকে চিতাবাঘের সঙ্গে ছবি পোস্ট করেন নুসরত ও যশ। হাতির পিঠে চড়তে দেখা যায় তাঁদের। যেকারণে কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। কেউ লেখেন, 'অবলা জীবের পিঠে চেপে কী মজা পান!'





Read More