Beach Takes Shape Of Sacred Symbol Om: এই আশ্চর্য সৈকতটি দেখতে বহু মানুষ ভিড় করেন এখানে। প্রতিদিন হাজার হাজার মানুষ যান এখানে। অপূর্ব সুন্দর বিচটি ভারতেই অবস্থিত। দেখতে ঠিক যেন 'ওঁ' চিহ্নের মতো।
আসলে দুটি বাঁক, যাকে ক্রিসেন্ট শেপ বলা যায়, পরস্পর যুক্ত হয়ে সৈকতের এই আকারটি তৈরি হয়েছে। এখানে সূর্যাস্ত অপূর্ব দেখতে লাগে। স্থানীয়রা এটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন এবং এখানে একটা ইতিবাচকতা অনুভব করেন।
আধ্যাত্মিকতা ছাড়াও এখানে আছে আরও নানা আকর্ণ। নৌকাভ্রমণ, ডলফিন উপভোগ, জেট স্কিইং, হাইকিং, স্পিড বোটিং।
কীভাবে যাবেন এখানে? বেঙ্গালুরু থেকে ৪৮৩ কিমি। সড়কপথে ৮ থেকে ৯ ঘণ্টা। গোকর্ণের মূল শহর থেকে ওম বিচ আবার সাড়ে ছয় কিমির মতো।
ট্রেনেও এখানে যাওয়া যায়। কোঙ্কন রেলওয়ের অন্তর্ভুক্ত গোকর্ণ রোড রেলওয়ে স্টেশনে নেমে এখান থেকে গোকর্ণ শহরে যেতে হবে। যেটা আরও ১০ থেকে ১৫ কিমি। এখান থেকে একটা রিকশ করেই ওম বিচ।
ম্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই বিচের সব থেকে কাছের বিমানবন্দর। গোকর্ণ থেকে যা ২৩৮ কিমি। এখান থেকে বাসে বা ট্যাক্সি ভাড়া করে যাওয়া যাবে।
ওম বিচ যাওয়ার সেরা সময় কোনটি? মার্চ থেকে মে মাসে এখানে হট ও হিউমিড ওয়েদার থাকে। তাই এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যাওয়াটাই ভালো। জুন থেকে সেপ্টেম্বর এড়িয়ে যাওয়াই ভালো, কেননা সে সময় এখানে আবহাওয়া খুব ঠিকঠাক থাকে না।