Narendra Modi | PM Modi in Mahakumbh: যদিও প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই পুণ্যস্নানের সঙ্গে রাজনৈতিক লিংক নেই। কারণ আজ দিল্লিতে ভোট। আজকে মোদী পুণ্যস্নান করলেন তার নেপথ্যে বিশেষ মাহাত্ম্য আছে।
রাজীব চক্রবর্তী: প্রয়াগরাজে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে মহাকুম্ভে পৌঁছে যোগী আদিত্যনাথের সঙ্গে বোটে করে সংগমে যান তিনি।
সেখানেই কয়েকবার ডুব দিয়েছেন। পাশাপাশি চারিদিক ঘিরে নমস্কার করেন। সেখানেই দাঁড়িয়ে তিনি রুদ্রাক্ষের মালা জপ করেন।
যদিও বিরোধীদের দাবি, জেনে বুঝেই মোদী আজকের দিনটি বেছে নিয়েছেন। কারণ আজ দিল্লিতে ভোট।
ভোটারদের প্রভাবিত করার জন্যই তিনি আজ ত্রিবেণী বক্ষে স্নান করলেন বলে অভিযোগ করছেন বিরোধীরা। যদিও প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই পুণ্যস্নানের সঙ্গে রাজনৈতিক লিংক নেই।
আজকে মোদী পুণ্যস্নান করলেন তার নেপথ্যে বিশেষ মাহাত্ম্য আছে। বিজেপি সূত্রে খবর, আজ মাঘী অষ্টমী তিথি পড়েছে। মহাভারতের কাহিনী অনুযায়ী, আজকের দিনেই প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেজন্যই পুণ্যস্নানের জন্য আজকের দিনটা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।
এবছরের মহাকুম্ভ ইতিমধ্যেই ৩৮ কোটির বেশি মানুষ এসেছেন। প্রায় ১২ বছর পর মহাকুম্ভ হচ্ছে। যদিও বহু বিপত্তি ইতিমধ্যেই ঘটে গিয়েছে।